বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিউজিল্যান্ডে ভূমিকম্প, ক্রাইস্টচার্চে নিরাপদে টাইগাররা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ মার্চ, ২০২১ ২৩:৪৪

নিউজিল্যান্ডে ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে বেশ দূরেই আছে বাংলাদেশ দল। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে অবস্থিত ক্রাইস্টচার্চ শহরটি ৯০০ কিলোমিটারেরও বেশি দূরে। যার ফলে ভূমিকম্পের আঘাত বাংলাদেশ দলে লাগার সম্ভাবনা ক্ষীণ। এখন পর্যন্ত বাংলাদেশ দলের কোনো ঝুঁকির কথা জানা যায়নি।

তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে বর্তমানে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই নিউজিল্যান্ডেই আঘাত হেনেছে শক্তিশালী এক ভূমিকম্প।

নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পূর্বাংশে বৃহস্পতিবার আঘাত হানে ৭.৩ মাত্রার একটি ভূমিকম্প। প্রাথমিকভাবে দেশটির জরুরী অবস্থা ব্যবস্থাপনা এজেন্সি সুনামি সতর্কতা জারি করলেও এখন সরিয়ে নিয়েছে সেটি। অর্থাৎ, সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই আর।

আপাতত কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও এর আগে সতর্কতা হিসেবে নিউজিল্যান্ডের জরুরী অবস্থা ব্যবস্থাপনা এজেন্সি সকলকে উঁচু এলাকার দিকে সরে যেতে আহ্বান জানায়।

নিউজিল্যান্ডে ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে বেশ দূরেই আছে বাংলাদেশ দল। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে অবস্থিত ক্রাইস্টচার্চ শহর ৯০০ কিলোমিটারেরও বেশি দূরে। যার ফলে ভূমিকম্পের আঘাত বাংলাদেশ দলে লাগার সম্ভাবনা ছিল ক্ষীণ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সংবাদ মাধ্যমকে জানান নিরাপদেই আছেন খেলোয়াড়রা। ক্রাইস্টচার্চ থেকে ভূমিকম্প দূরে হওয়ার শহরটিতে সতর্কবার্তা জারি করা হয়নি।

এর আগে ২০১১ সালে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প ক্রাইস্টচার্চে আঘাত হানে, যেখানে নিহত হন ১৮৫ জন মানুষ।

সাত দিনের কোয়ারেন্টিন শেষে বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছে বৃহস্পতিবার। ২০ মার্চ প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাকি দুটি ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।

এ বিভাগের আরো খবর