বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২০৫ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ মার্চ, ২০২১ ১৬:৩০

ম্যাচে ভারতের সেরা বোলার ছিলেন আক্সার প্যাটেল। তিনি তুলে নেন চার উইকেট। তিন উইকেট শিকার করেন রভিচন্দ্রন আশউইন, দুটি উইকেট পান মোহাম্মদ সিরাজ। অন্য উইকেটটি যায় ওয়াশিংটন সুন্দরের পকেটে।

আহমেদাবাদে ভারতের বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২০৫ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড।

একই মাঠে আগের ম্যাচে কোনো ইনিংসেই ১৫০ রান পেরোতে না পারলেও এই টেস্টে এসে সেই বাধা পেরিয়েছে সফরকারীরা। তাদের এই সংগ্রহের পেছনে মূল কৃতিত্ব বেন স্টোকস ও ড্যান লরেন্সের। স্টোকস তুলে নেন ফিফটি; লরেন্স করেন ৪৬।

ভারতের হয়ে সেরা বোলার ছিলেন আক্সার প্যাটেল। তিনি তুলে নেন চার উইকেট। তিন উইকেট শিকার করেন রভিচন্দ্রন আশউইন; দুটি উইকেট পান মোহাম্মদ সিরাজ। অন্য উইকেটটি যায় ওয়াশিংটন সুন্দরের ঝুলিতে।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জো রুট। ষষ্ঠ ওভারেই ওপেনার ডম সিবলিকে ফেরান আক্সার। ওভার দুয়েক পরেই ফিরে যান তার উদ্বোধনী সঙ্গী জ্যাক ক্রলিও।

প্রথমবারের মতো সিরিজে পেইসারের কাছে আউট হয়ে ফিরে যান রুট। তিনি পাঁচ রানে ফেরেন সিরাজের বলে।

জনি বেয়ারস্টো ও অলি পোপকে নিয়ে ৪৮ ও ৪৩ রানের দুটি জুটি গড়েন স্টোকস। তবে বেয়ারস্টো ফেরার পর পঞ্চম উইকেট হিসেবে স্টোকস ফেরেন ৫৫ রানে।

পোপের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন লরেন্স। তবে পোপ ফেরার পর আক্রমণ শুরু করেন তিনি। আক্রমণাত্মক খেলতে গিয়েই আক্সারের বলে স্টাম্পিং হয়ে অষ্টম উইকেট হিসেবে ফেরেন তিনি।

শেষ পর্যন্ত দশম উইকেটে জ্যাক লিচ ও জেমস অ্যান্ডারসনের ১৬ রানের জুটিতে ২০০ পেরোয় ইংল্যান্ড।

সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। শেষ টেস্ট না হারলেই তারা পৌঁছে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। অন্যদিকে এই ম্যাচে ইংল্যান্ড জয়ে পেলে ফাইনালে পৌঁছাবে অস্ট্রেলিয়া।

এ বিভাগের আরো খবর