বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই দিনও টিকল না আফগানিস্তান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ মার্চ, ২০২১ ০০:০২

নিজেদের প্রথম ইনিংসে ১৩১ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৩৫ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। দুই ইনিংস মিলিয়ে তাদের লিড দাঁড়ায় ১৬ রানের। সেটি টপকাতে ৩.২ ওভার নেয় আফ্রিকানরা। টেস্ট ম্যাচ শেষ হয় দুই দিনের মধ্যেই।

আহমেদাবাদের পর আবু ধাবি। ইংল্যান্ডের পর আফগানিস্তান। আরও একটা টেস্ট ম্যাচ শেষ হলো দুই দিনে। আবু ধাবিতে সিরিজের প্রথম টেস্টে আফগানিস্তানকে ১০ উইকেটে ধারাশায়ী করেছে জিম্বাবুয়ে।

নিজেদের প্রথম ইনিংসে ১৩১ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৩৫ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। দুই ইনিংস মিলিয়ে তাদের লিড দাঁড়ায় ১৬ রানের। সেটি টপকাতে ৩.২ ওভার নেয় আফ্রিকানরা। টেস্ট ম্যাচ শেষ হয় দুই দিনের মধ্যেই।

দ্বিতীয় দিন সকালে অবশ্য ব্যাটিংয়ে ছিল জিম্বাবুয়ে। আগের দিনের পাঁচ উইকেটে ১৩৩ রান নিয়ে খেলতে নেমে ২৫০ রান অলআউট হয় তারা।

অধিনায়ক শন উইলিয়ামসের অনবদ্য সেঞ্চুরিতে ১১৯ রানের লিড পায় তারা। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করে নবম ব্যাটসম্যান হিসেবে ১০৫ রান করে আউট হন উইলিয়ামস।

তাকে সঙ্গ দেন রেজিস চাকাভবা। তার ব্যাট থেকে আসে ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান। আফগানিস্তানের পক্ষে বাঁ-হাতি স্পিনার আমির হামজা ৭৫ রানে ৬ উইকেট নিয়ে ছিলেন দলের সবচেয়ে সফল বোলার।

জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৪৫.৩ ওভার টিকতে পারে আফগানিস্তান। ভিকটর নিয়াউচি ও ডনাল্ড তিরিপানোর নিয়ন্ত্রিত সিম বোলিং সামলাতে পারেনি তারা।

এক প্রান্ত আগলে রেখে ইব্রাহিম জাদরান চেষ্টা করেন লড়াই করার। কিন্তু সঙ্গী খুঁজে পাননি তিনি। ৭৬ রান করে অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি।

আফগানদের দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে হামজার ব্যাট থেকে। পাঁচজন ব্যাটসম্যান কোনো রান না করে বিদায় নেন। তিরিপানো ২৩ রানে ও নিয়াউচি ৩০ রানে তিনটি করে উইকেট নেন।

১৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সময় নষ্ট করেননি দুই জিম্বাবুয়ে ওপেনার প্রিন্স মাসভাউরে ও কেভিন কাসুজা। ২০ বল নেন টার্গেটে পৌঁছাতে।

ম্যাচজয়ী সেঞ্চুরির জন্য সেরা খেলোয়াড় হন উইলিয়ামস। ১০ উইকেটের বড় জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল জিম্বাবুয়ে। ১০ মার্চ থেকে শুরু দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এ বিভাগের আরো খবর