প্রথমে ব্যাট হাতে গ্লেন ম্যাক্সওয়েল ও পরে বল হাতে অ্যাস্টন এইগার, এই দুইয়ের মিশেলে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে সিরিজে কামব্যাক করল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৬৪ রানে হারিয়ে ব্যবধান ২-১ করেছে অজিরা।অস্ট্রেলিয়ার দেয়া ২০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭ ওভার এক বলে ১৪৪ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।ওয়েলিংটনে টস জিতে প্রতিবেশিদের ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়কেইন উইলিয়ামসন।আগের দুই ম্যাচ হারা অস্ট্রেলিয়া তৃতীয় ম্যাচেও শুরুটা ভালো করতে পারেনি। দ্বিতীয় ওভারে পাঁচ রান করে ট্রেন্ট বোল্টের বলে বিদায় নেন ম্যাথিউ ওয়েড।এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় অজিরা। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও জশ ফিলিপ মিলে দলকে ১০ ওভারে নিয়ে যান ৮৯ রান পর্যন্ত। তাদের ৮৩ রানের জুটিতে বড় স্কোরের পথে থাকে সফরকারী দল।২৭ বলে ৪৩ রান করে আউট হন ফিলিপস। ৪৪ বলে ৬৯ রান আসে ফিঞ্চের ব্যাট থেকে।এরপর ঝড় তোলেন ম্যাক্সওয়েল। আগের দুই ম্যাচে রান না পাওয়া এই টি-টোয়েন্টি স্পেশালিস্ট ৩১ বলে খেলেন ৭০ রানের ইনিংস। তার পাঁচ ছক্কা ও আট চারের ইনিংসে দুই শর কাছাকাছি পৌঁছায় অস্ট্রেলিয়া।১৮ তম ওভারের শেষ বলে ম্যাক্সয়েল আউট হলে, কিছুটা স্বস্তি পায় নিউজিল্যান্ড। শেষ দিকে মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ দলকে দুই শ পার করান। নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ২০৮ রান করে অস্ট্রেলিয়া।১০ এর বেশি আস্কিং রেটে খেলতে নেমে টিম সেইফার্টকে হারায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারের শেষে অভিষিক্ত রাইলি মেরেডিথের বলে চার রান করে আউট হন তিনি।উইলিয়ামসনকেও আট রানে ফেরান মেরেডিথ।এরপর অভিজ্ঞ মার্টিন গাপটিল ও ডেভন কনওয়ে মিলে চেষ্টা করেন দ্রুত রান করার। কিন্তু অজি স্পিনারদের সামাল দিতে পারেননি ব্ল্যাকক্যাপ ব্যাটসম্যানরা।গাপটিলকে ৪৮ রানে ফিরিয়ে শুরুটা করেন অ্যাডাম জ্যাম্পা। এরপরই মঞ্চে আবির্ভূত হন এইগার। তার বলে একে একে আউট হন ছয়জন নিউজিল্যান্ডার।১৪৪ রানে অলআউট হয় স্বাগতিক দল। এইগার ৩০ রানে নেন ছয় উইকেট। যেটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার পক্ষে সেরা বোলিং ফিগার। আর ইতিহাসের পঞ্চম সেরা।ম্যাচ সেরাও হয়েছেন এই স্পিনার। দুই দলের চতুর্থ টি-টোয়েন্টি হবে একই ভেন্যুতে ৫ মার্চ।
ম্যাক্সওয়েল ও এইগারের নৈপুণ্যে বড় জয় অস্ট্রেলিয়ার
অস্ট্রেলিয়ার দেয়া ২০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭ ওভার এক বলে ১৪৪ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৬৪ রানে হারিয়ে ব্যবধান ২-১ করেছে অজিরা।
-
ট্যাগ:
- নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া
এ বিভাগের আরো খবর/p>