নিউজিল্যান্ডে পৌঁছানোর পর থেকে আট দিনের কোয়ারেন্টিনে আছে পুরো বাংলাদেশ দল। কড়া বিধিনিষেধের মধ্যে দিনের প্রায় পুরোটা সময় হোটেল রুমে আটকে থাকতে হচ্ছে তামিম-মুশফিকদের।দিনে মাত্র আধঘণ্টা সময় মিলেছে বাইরে হাঁটাহাঁটির। আর নিজস্ব প্রস্তুতি তারা সেরেছেন রুমে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের জন্য বরাদ্দ করেছে অল্প কিছু ব্যায়ামের সরঞ্জাম। সতীর্থদের রুমে যাওয়ারও অনুমতি ছিল না সদস্যদের।বাংলাদেশ দলের সদস্যদের জন্য কিছুটা সুখবর ছিল মঙ্গলবার। আজ তারা ১০০ মিনিট বাইরে থাকার সময় পেয়েছেন। পুরোটা সময় হোটেলের নীচে নির্দিষ্ট জায়গায় হেঁটেছেন তারা। নিজেদের সঙ্গে কথাবার্তা বলে সময় কাটিয়েছেন।বাংলাদেশ দলের সদস্যরা জিম ব্যবহার করতে পারবেন কাল থেকে। আর একদিন পর ফিরতে পারছেন অনুশীলনে।সেখানেও রয়েছে নিয়ম কানুন। একসঙ্গে অনুশীলন করতে পারবেন না তারা। পাঁচজনের ছোট ছোট দলে ভাগ হয়ে সারতে হবে প্রস্তুতি। মঙ্গলবার দলের দ্বিতীয় করোনা পরীক্ষা করানো হয়েছে।তিনটি পরীক্ষার ফল নেগেটিভ আসলে ১০ মার্চ থেকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন ক্রিকেটাররা। ২০ মার্চ শুরু হচ্ছে দুই দলের সিরিজ।
বুধবার থেকে বিধিনিষেধ কমছে টাইগারদের
বাংলাদেশ দলের সদস্যরা জিম ব্যবহার করতে পারবেন কাল থেকে। আর একদিন পর ফিরতে পারছেন অনুশীলনে।
-
ট্যাগ:
- বাংলাদেশ ক্রিকেট
এ বিভাগের আরো খবর/p>