ডিসেম্বরে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল নিউজিল্যান্ডে লকি ফার্গুসনকে। ব্ল্যাকক্যাপদের জন্য সুখবর চোট কাটিয়ে দ্রুত মাঠে ফিরছেন এই ফাস্ট বোলার। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড তাকে বাংলাদেশের বিপক্ষে সিরিজেই দলে পাওয়ার আশা রাখছেন।নিয়মিত দেড় শ কিলোমিটার গতিতে বল করেন ফার্গুসন। সিমিং কন্ডিশনে বাংলাদেশি ব্যাটসম্যানদের ওপর আরও চাপ বাড়াতে এই ফাস্ট বোলারের গতি কাজে লাগাতে চায় স্বাগতিক দল। ওয়ানডে সিরিজে না পেলেও টি-টোয়েন্টি সিরিজে তাকে জাতীয় দলে দেখা যেতে পারে বলেন জানান স্টিড।‘ওয়ানডে সিরিজের সময় সে মাঠে ফিরবে। শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করবে ও দেখবে যে তার ফিটনেস ঠিক আছে কি না। সব ঠিক থাকলে তাকে বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাওয়া যাবে।’ফার্গুসন এত দ্রুত সেরে ওঠায় সন্তুষ্ট নিউজিল্যান্ড কোচ। বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলারের প্রশংসা করে মঙ্গলবার ওয়েলিংটনে সাংবাদিকদের তিনি বলেন, ‘চোটকে কে কীভাবে নেবে সেটা বলা যায় না। লকির সুবিধা হচ্ছে ও শক্তিশালী আর ফিট। স্ট্রেংথ ও কন্ডিশনিং নিয়ে প্রচুর পরিশ্রম করে সে। আশা করি, এ কারণে সে দ্রুত ফিরে আসবে।’দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ মার্চ ডানেডিনে। ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে ২৩ ও ২৬ মার্চ বাকি দুই ওয়ানডের পর হ্যামিল্টনে ২৮ মার্চ প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বাকি দুই টি-টোয়েন্টি হবে নেপিয়ার ও অকল্যান্ড। ৩০ মার্চ ও ১ এপ্রিল।
বাংলাদেশের বিপক্ষে ফিরতে পারেন ফার্গুসন
চোট কাটিয়ে দ্রুত মাঠে ফিরছেন এই ফাস্ট বোলার। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড তাকে বাংলাদেশের বিপক্ষে সিরিজেই দলে পাওয়ার আশা রাখছেন।
-
ট্যাগ:
- বাংলাদেশ ক্রিকেট
এ বিভাগের আরো খবর/p>