তৃণমূল থেকে ক্রিকেটার তৈরি ও মাদক থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতেই বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে কুমিল্লায় উদ্বোধন করা হলো স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের।
স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে ৯২টি দল অংশ নিচ্ছে। ১০ ওভারের টেপ টেনিস বলের টুর্নামেন্টের ম্যাচ শুরু ১ মার্চ থেকে। টুর্নামেন্টে কুমিল্লা সদর, সিটি করপোরেশন, উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকেও দল রেজিস্ট্রেশন করেছে।
জেলা ক্রিকেট কমিটির আয়োজনে অনুষ্ঠানটির উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহা উদ্দিন বাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত।
কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি তার স্বাগত বক্তব্যে বলেন, ‘দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে কুমিল্লার কোনো খেলোয়াড় নেই। এই টুর্নামেন্টে যারা ভালো খেলবে তাদের বাছাই করে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে প্রস্তুত করব।’
প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, ‘আমরা কুমিল্লায় শুরু করেছিলাম মাদকের বিরুদ্ধে খেলা। মাদকের বিরুদ্ধে ক্রিকেট-মাদকের বিরুদ্ধে ফুটবল। তাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা কুমিল্লায় স্বাধীনতা টি-টেন টুর্নামেন্ট উদ্বোধন করলাম।’
কুমিল্লা জিলা স্কুল মাঠে হবে সবগুলো খেলা। বিজয়ী ও রানার্সআপ দলের জন্য পুরস্কার হিসেবে থাকছে দুটি মোটরবাইক।