প্রথম ইনিংসে নিয়েছেন ৫৫ রানে ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসেও পেলেন আট উইকেট। দুই ইনিংসে তার স্পিন বিষে ধসে গেল আয়ারল্যান্ড উলভস দল। ইনিংস ও ২৩ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ এমার্জিং স্কোয়াড।চার উইকেটে ৩৫ রান নিয়ে দিন শুরু করে আয়ারল্যান্ড। এমার্জিং দলের চেয়ে ১২৭ রানে পিছিয়ে ছিল তারা। তৃতীয় দিন সকাল থেকে আবারও তানভিরের ঘূর্ণিতে খাবি খেতে থাকে সফরকারী দল।দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানে অলআউট হয় তারা। দ্বিতীয় ইনিংসে ৫১ রানে পাঁচ উইকেট নেন তানভির। ম্যাচে ১০৬ রানে ১৩ উইকেট শিকার এই বাঁ-হাতির।দ্বিতীয় ইনিংসে আইরিশদের হয়ে একাই লড়েন হ্যারি টেকটর। তানভিরের বলে এলবিডাব্লিউ হওয়ার আগে ৫৫ রান আসে তার ব্যাট থেকে।চারদিনের ম্যাচের তৃতীয় দিন মাত্র ৫৪.৩ ওভার টিকেছে সফরকারীদের ইনিংস। প্রথম ইনিংসে ১৫১ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৩৯ রানে তাদের গুটিয়ে দেয় বাংলাদেশ। স্বাগতিকদের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ৩১৩।পুরো সিরিজে লঙ্গার ভার্সনের একটি ম্যাচই ছিল দুই দলের। ৫ মার্চ থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামে হবে প্রথম তিন ম্যাচ।শেষ দুই ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুই দল এরপর লড়বে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
তানভিরের আট উইকেটে ইনিংসে জিতল বাংলাদেশ
দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানে অলআউট হয় তারা। দ্বিতীয় ইনিংসে ৫১ রানে পাঁচ উইকেট নেন তানভির। ম্যাচে ১০৬ রানে ১৩ উইকেট শিকার এই বাঁ-হাতির।
-
ট্যাগ:
- বিসিবি এমার্জিং
এ বিভাগের আরো খবর/p>