ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কার স্ট্যান্ড-ইন অধিনায়ক করা হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। যুক্তরাষ্ট্রের ট্র্যানজিট ভিসা জটিলতার কারণে অধিনায়ক দাসুন শনাকার ক্যারিবিয়ান-যাত্রা বিলম্বিত হচ্ছে।সিরিজের জন্য শানাকাকে অধিনায়কত্ব দেয়া হলেও দলের সাথে তিনি অ্যান্টিগা যেতে পারেননি। ভিসা সমস্যা সমাধান হয়ে গেলে তিনি যোগ দেবেন বলে আশা করছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।শানাকা পাসপোর্ট হারিয়ে ফেলায় এই জটিলতা তৈরি হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে এসএলসি।‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব শানাকার ভিসা ঝামেলা মেটানোর চেষ্টা করা হচ্ছে। সমস্যার সমাধান হয়ে গেলে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।’সফরের শুরু থেকেই ঝামেলার মধ্যে আছে শ্রীলঙ্কা। দল নির্বাচনের পর পেসার লাহিরু কুমারার করোনা ধরা পড়ে। তার পরিবর্তে দলে যোগ করা হয় সুরঙ্গা লাকমালকে।দুই দলের প্রথম টি-টোয়েন্টি শুরু হচ্ছে ৩ মার্চ। তিন টি-টোয়েন্টি ছাড়াও তিনটি ওয়ানডে ও দুটি টেস্টও খেলবে উইন্ডিজ ও শ্রীলঙ্কা। ম্যাচগুলো হবে অ্যান্টিগায় দুটি ভেন্যুতে।
শানাকার জায়গায় লঙ্কার অধিনায়ক ম্যাথিউস
যুক্তরাষ্ট্রের ট্র্যানজিট ভিসা জটিলতার কারণে অধিনায়ক দাসুন শনাকার ক্যারিবিয়ান-যাত্রা বিলম্বিত হচ্ছে। সিরিজের জন্য শানাকাকে অধিনায়কত্ব দেয়া হলেও দলের সাথে তিনি অ্যান্টিগা যেতে পারেননি। ভিসা সমস্যা সমাধান হয়ে গেলে তিনি যোগ দেবেন বলে আশা করছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
-
ট্যাগ:
- শ্রীলংকা
এ বিভাগের আরো খবর/p>