সড়ক দুর্ঘটনা নিয়ে সচেতনতা বাড়াতে ভারতে আয়োজন করা হয় ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ’। সেখানে খেলেন ক্রিকেটের প্রথম সারির দেশগুলোর সাবেক তারকারা।
গত বছর আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতার প্রথম আসর। পাঁচ দলের সেই আসরে ছিল না বাংলাদেশ। তবে এবার অস্ট্রেলিয়া সরে দাঁড়ানোয় সুযোগ পাচ্ছে বাংলাদেশ, যোগ দিচ্ছে ইংল্যান্ডও। এবার তাই আসর হবে ছয় দলের।
দলগুলো হচ্ছে- ভারত, শ্রীলংকা, ইংল্যান্ড, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা ও পাকিস্তান।
প্রথম বারের মতো এই টুর্নামেন্টে খেলতে যাওয়া বাংলাদেশ দলে থাকছেন মোহাম্মদ রফিক, খালেদ মাহমুদ সুজন, নাফীস ইকবাল ও আব্দুর রাজ্জাকদের মতো সাবেক তারকারা।
এবারের টুর্নামেন্টে খেলবেন শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, জহির খান, মারভান আতাপাত্তু, চামিন্দা ভাসদের মতো তারকা ক্রিকেটাররা।
টুর্নামেন্টটি শুরু হবে ৫ মার্চ। শেষ হবে ২১ মার্চ। টুর্নামেন্টের সব খেলা হবে ভারতের রাইপুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ দল
মোহাম্মদ রফিক, জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, মেহরাব হোসেন অপি, হান্নান সরকার, রাজিন সালেহ, নাফিস ইকবাল, আফতাব আহমেদ, মুশফিকুর রহমান বাবু ও মোহাম্মদ শরিফ।