বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু, আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বুধবার শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। গোলাপি বলে ডে-নাইট ম্যাচটির আগে উদ্বোধন করা হয়েছে ১ লাখ ১০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়াম।আয়োজনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। তবে, ঐতিহাসিক এই অনুষ্ঠানে থাকতে পারেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।হার্ট অ্যাটাক থেকে সুস্থ হয়ে ওঠার পর বিশ্রামে থাকায় অনুপস্থিত বিসিসিআইয়ের প্রধান। কদিন আগেই তার হৃদযন্ত্রে তিনটি স্টেন্ট বসানো হয়েছে। তাই এখনও বাড়িতেই আছেন ভারতের কিংবদন্তি অধিনায়ক।তার মন পড়ে আছে আহমেদাবাদে। থাকতে না পেরে মন খারাপ সৌরভের। এক টুইটারে গাঙ্গুলি লিখেছেন, ‘আজ স্টেডিয়ামে থাকতে পারলাম না। খুব মিস করব। এই স্টেডিয়াম তৈরির জন্য কী পরিশ্রম করতে হয়েছে, সেটা বুঝতে পারছি। গোলাপি বলের টেস্ট আমাদের স্বপ্ন ছিল। ভারতে দিবা-রাত্রির দ্বিতীয় টেস্ট হতে চলেছে। গতবারের মতো ভরা গ্যালারি দেখার আশায় রইলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহর নেতৃত্বে তৈরি হয়েছে এই স্টেডিয়াম।’ক্রিকেট বোর্ড সচিব জয় শাহকে অভিনন্দন জানিয়ে গাঙ্গুলি আরও একটি টুইট করেন। সেখানে লেখেন, ‘গুজরাট ও ভারতের সব ক্রিকেটারের জন্য এরকম একটা পরিকাঠামো তৈরি হয়েছে। জয় শাহ ও গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সব পদাধিকারী ও সদস্যরা আজ গর্বিত। স্টেডিয়াম তৈরি হওয়ার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। সবাইকে শুভেচ্ছা।’বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামের নাম বুধবার সকালে পাল্টে নরেন্দ্র মোদি স্টেডিয়াম রাখা হয়।
আহমেদাবাদে থাকতে না পেরে সৌরভের আফসোস
ঐতিহাসিক এই অনুষ্ঠানে থাকতে পারেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। হার্ট অ্যাটাক থেকে সুস্থ হয়ে ওঠার পর বিশ্রামে থাকায় অনুপস্থিত বিসিসিআইয়ের প্রধান।
-
ট্যাগ:
- সৌরভ
এ বিভাগের আরো খবর/p>