নিউজিল্যান্ড সফরের জন্য দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে টাইগার বাহিনী।গত শুক্রবার সফরের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সাপোর্টিং স্টাফসহ হিসেবে ক্রিকেটারদের সফরসঙ্গী হচ্ছেন আরও ১৫ জন।কোভিড মহামারির সময়ে বাড়তি সতর্কতা হিসেবে বিসিবির দুই চিকিৎসক দেবাশীষ চৌধুরী ও হুমায়ূন মোর্শেদ যাচ্ছেন নিউজিল্যান্ডে।তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে পিতৃত্বকালীন ছুটিতে আছেন সাকিব।সফর শুরুর সময় নিজের ছবি পোস্ট করে সবার দোয়া চেয়েছেন মুশফিকুর রহিম। ফেসবুকে লিখেছেন, ‘নিউজিল্যান্ডে চললাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’
যাত্রার ছবি দিয়েছেন তাসকিন আহমেদও। মুস্তাফিজও নিজের ছবি ফেসবুকে পোস্ট করেন।
প্রাথমিক কোয়ারেন্টিন শেষে কুইন্সটাউনে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে দল। দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ মার্চ ডানেডিনে।ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে ২৩ ও ২৬ মার্চ বাকি দুই ওয়ানডের পর হ্যামিল্টনে ২৮ মার্চ প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। বাকি দুই টি-টোয়েন্টি হবে নেপিয়ার ও অকল্যান্ডে, ৩০ মার্চ ও ১ এপ্রিল।