নিউজিল্যান্ডের ফাস্ট বোলার কাইল জেমিসনকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) দলে টেনেছে ১৫ কোটি রুপি দিয়ে। ১৬.২৫ কোটির রুপির সাউথ আফ্রিকান পেইস বোলিং অলরাউন্ডার ক্রিস মরিসের পর জেমিসনই এবারের আসরের সবচেয়ে দামী তারকা। তবে, মজার ব্যাপার হলো জেমিসনের কোনো ধারণাই ছিল না ঠিক কত মূল্যে তাকে নিয়েছে আরসিবি।ভারতে যখন আইপিএলের নিলাম চলছে নিউজিল্যান্ডে তখন রাত। সেই সময় নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার ও মুম্বাই ইনডিয়ানসের বোলিং কোচ শেইন বন্ড তাকে এসএমএস করে জানান, ‘দারুণ হচ্ছে তাই না!’ স্টাফ পত্রিকাকে ঘটনাপ্রবাহের এমন বর্ণনাই দেন ৬ ফুট ৮ ইঞ্চির জেমিসন।‘নিজের নাম নিলামে আসার জন্য এক-দেড় ঘণ্টা অপেক্ষা করাটা কিছুটা অবাক করার মতো ছিল। আসলে জানতাম না মূল্যটা নিউজিল্যান্ডের মুদ্রায় কতো। তাই তার (বন্ড) সঙ্গে ওই দুই-তিন মিনিট কাটানোটা ভালো ছিল,’ বলেন জেমিসন।জেমিসনকে আরসিবিতে সই করাতে মূল ভূমিকা রাখেন ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেট অপারেশনসের প্রধান ও সাবেক নিউজিল্যান্ড জাতীয় দলের হেড কোচ মাইক হেসন। ছয় টেস্ট দুটি ওয়ানডে ও চারটা আন্তর্জাতিক টি-টোয়েন্টির অভিজ্ঞতা সম্পন্ন জেমিসন কৃতজ্ঞ ভিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সের মতো তারকাদের সঙ্গে একই দলে থাকতে পেরে।‘এই বিষয়টাই আমার কাছ সবচেয়ে এক্সাইটিং মনে হচ্ছে। এদের সঙ্গে একসঙ্গে খেলাটা। ক্রিকেটার হিসেবে এটা অনন্য একটা সুযোগ। আর এমনটা করতে পারাটা আসলেই বিশেষ কিছু।’এতো টাকা দিয়ে নিউজিল্যান্ড দলের সতীর্থদের কিছু খাওয়াবেন কি না এমন প্রশ্নের জবাবটা খুব সহজে দিয়েছেন জেমিসন –‘কফি খাওয়ানোর কথা ভেবেছি। আমার ব্যাংক অ্যাকাউন্ট রাতারাতি পালটে যায়নি। কিন্তু নিশ্চিতভাবেই আমাকে চেপে ধরা হবে কিছু বিয়ার ও কফির জন্য।’
‘বুঝতে পারিনি ১৫ কোটি রুপি কতখানি’
১৬.২৫ কোটির রুপির সাউথ আফ্রিকান পেইস বোলিং অলরাউন্ডার ক্রিস মরিসের পর জেমিসনই এবারের আসরের সবচেয়ে দামী তারকা। তবে, মজার ব্যাপার হলো জেমিসনের কোনো ধারণাই ছিল না ঠিক কত মূল্যে তাকে নিয়েছে আরসিবি।
-
ট্যাগ:
- আইপিএল
এ বিভাগের আরো খবর/p>