বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দিয়েছেন চামিন্ডা ভাস। বিশ্বকাপ জয়ী এই সাবেক পেইসার আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দলের সঙ্গে কাজ করবেন। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ভাসের নিয়োগের তথ্য নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।ভাস শ্রীলঙ্কা হাই-পারফরম্যান্স স্কোয়াডের বোলিং কোচ হিসেবে কাজ করছিলেন। পদত্যাগ করা জাতীয় দলের বোলিং কোচ ডেভিড সেকারের জায়গা নিচ্ছেন তিনি। ২০১৯ সাল থেকে বোলিং কোচ হিসেবে কাজ করা সেকার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারের বাঁহাতি সুইং বোলিংয়ে ১১১ টেস্টে ৩৫৫ ও ৩২২ ওডিআইয়ে ৪০০ উইকেট শিকার করেন ভাস। এর আগে ২০১২ সালে নিউজিল্যান্ড দলের বোলিং কোচের ভূমিকায় ছিলেন তিনি।২০১৩ চ্যাম্পিয়নস ট্রফির সময় শ্রীলঙ্কা দলের পেইস বোলিং কোচ হিসেবে যোগ দিয়ে কাজ করেন ২০১৫ সাল পর্যন্ত। এরপর ২০১৭ সালে আবার যোগ দেন শ্রীলঙ্কা দলের মেন্টর হিসেবে ভারতের বিপক্ষে সিরিজে।উইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার তিন টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ শুরু হচ্ছে ৩ মার্চ। সবগুলো ম্যাচই হবে অ্যান্টিগার দর্শকশূন্য স্টেডিয়ামে।
শ্রীলঙ্কার বোলিং কোচ ভাস
ভাস শ্রীলঙ্কা হাই-পারফরম্যান্স স্কোয়াডের বোলিং কোচ হিসেবে কাজ করছিলেন। পদত্যাগ করা জাতীয় দলের বোলিং কোচ ডেভিড সেকারের জায়গা নিচ্ছেন তিনি।
-
ট্যাগ:
- শ্রীলঙ্কা
এ বিভাগের আরো খবর/p>