ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইএল) ২০২১ এর নিলামে বাজিমাত করেছেন ক্রিস মরিস। প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশি দাম উঠেছে এই সাউথ আফ্রিকান অলরাউন্ডারের। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।
একই নিলামে ১৪ কোটি রুপিতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে দলে নিয়েছে রাজস্থান।
শাহরুখ খানকে দলে নিয়েছে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা! কোনো অভিনেতা শাহরুখ নন। তামিল নাড়ুর এই নামে এক ক্রিকেটারকে ৫ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছে প্রীতির দল পাঞ্জাব কিংস।
একই দলে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জাই রিচার্ডসনকে ১৪ কোটি রুপিতে দলে টেনেছেন প্রীতি। প্রথমবারের মতো আইপিএলে দল পেয়েছেন এই অজি ক্রিকেটার।
এ দিকে ঘরের ছেলে ঘরেই ফিরছে। ২০২১ আইপিএলের নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে (প্রায় পৌনে চার কোটি টাকা) কিনে নিয়েছে কলকাতা। সাকিবের জন্য তাদের সঙ্গে কিংস ইলেভেন পাঞ্জাব লড়াই করলেও শেষ পর্যন্ত আর পারেনি তারা।
২০১১ সালে সাকিব আল হাসানের অভিষেক হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। সেখানে কাটিয়েছিলেন ছয় মৌসুম।
আর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ১ কোটি ১৭ লাখ রুপিতে দলে টেনেছে রাজস্থান রয়্যালস।
এপ্রিল মাসের ১১ তারিখ থেকে মাঠে গড়ানোর কথা আইপিএলের। গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের আসরটি আইপিএলের ১৪তম আসর।