মার্চে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত টেস্ট সিরিজ খেলতে সাউথ আফ্রিকা সফর করার কথা ছিল অস্ট্রেলিয়ার। করোনাভাইরাসের প্রাদুর্ভাব সাউথ আফ্রিকায় বেশি, এমন যুক্তি দেখিয়ে সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
সেটি মেনে নিতে পারেনি সাউথ আফ্রিকা। সপ্তাহখানেক আগে সিরিজ স্থগিত হওয়া নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা ক্রিকেট অস্ট্রেলিয়া ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানায় তারা। এবার, আইসিসির কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
সিএসএর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ফোলেৎসি মোসেকি এক চিঠিতে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছেন। সেখানে তুলে ধরা হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) বিষয়ক চুক্তির বিষয়গুলো। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে ক্ষতিপূরণও চেয়েছে সিএসএ।
চিঠিতে সিএসএ চেয়েছে যেন আইসিসি ক্রিকেট অস্ট্রেলিয়ার সিরিজ স্থগিত করার বিষয়টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মগুলো মেনে হয়েছে কি না সেটি খতিয়ে দেখে। টুর্নামেন্টের সময় বাকি আছে এপ্রিল ৩০, ২০২১ পর্যন্ত। এর মধ্যে সফরটি পুনরায় আয়োজন সম্ভব না।
এফটিপি চুক্তি অনুযায়ী, অনিবার্য কারণ ছাড়া প্রস্তাবিত সব সিরিজ খেলতে হবে দলগুলোকে। সিএ সফর স্থগিত করেছে করোনাভাইরাসের প্রকোপকে কারণ হিসেবে দেখিয়ে।
অস্ট্রেলিয়ার সফর স্থগিত করার ঘোষণা আসার আগের দিনই লকডাউন এর মাত্রা কমানো হয় সাউথ আফ্রিকায়। এজন্য আইসিসিকে সাউথ আফ্রিকায় স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি অনুসন্ধান করার অনুরোধ জানিয়েছে সিএসএ।
তিন টেস্টের সিরিজ খেলতে মার্চে সাউথ আফ্রিকা যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার। ২০২০ সালে বাংলাদেশ সফর স্থগিতের পর করোনাভাইরাসের কারণে আরেকটি সফর বাতিল করে তাদের ক্রিকেট বোর্ড।