বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টেস্ট ক্রিকেটকে ডু প্লেসির বিদায়

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৫২

এবছর আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি রয়েছে ভারতে ও সামনের বছর হবে অস্ট্রেলিয়ায়। দুই টি-টোয়েন্টি টুর্নামেন্টে মনোনিবেশ করতে চান এই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান।

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। নিজের ইন্সটাগ্র্যাম অ্যাকাউন্টে বুধবার টেস্ট থেকে অবসর নেয়ার ঘোষনা দেন ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও সাউথ আফ্রিকার হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন তিনি। গত বছরের কঠিন পরিস্থিতি তাকে ভাববার সময় দিয়েছে উল্লেখ করে তিনি লেখেন, ‘আমার মন পরিষ্কার। নতুন অধ্যায় শুরু করার জন্য এটিই উপযুক্ত সময়। দেশের হয়ে সবগুলো ফরম্যাটে খেলা ছিল আমার জন্য দারুণ সম্মানের ব্যাপার। কিন্তু টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার সময় হয়ে এসেছে।’প্রোটিয়াদের হয়ে ৬৯টি টেস্ট ম্যাচ খেলা ডু প্লেসির অভিষেক হয় ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে। তার এক বছর আগে নিজ মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার।এবছর আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি রয়েছে ভারতে ও সামনের বছর হবে অস্ট্রেলিয়ায়। দুই টি-টোয়েন্টি টুর্নামেন্টে মনোনিবেশ করতে চান এই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান।‘আমার মনোযোগ এখন এই ফরম্যাটে দিতে চাচ্ছি। যাতে করে আমি বিশ্বজুড়ে যতটা সম্ভব নিজের সেরা খেলাটা খেলতে পারি। আমার দৃঢ় বিশ্বাস এই ফরম্যাটে প্রোটিয়াদের আমি এখনও অনেক কিছুই দিতে পারব। এর মানে এই নয় যে ওডিআই নিয়ে ভাবছি না। আপাতত আমার কাছে টি-টোয়েন্টি ক্রিকেট প্রাধান্য পাচ্ছে।’১৪৩টি ওয়ানডে ও ৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ডু প্লেসি জানান, দ্রুতই তিনি সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে তার পরবর্তী দুই বছরের পরিকল্পনা জানাবেন।৬৯ টেস্টের ক্যারিয়ারের ৪০.০২ গড়ে ৪,১৬৩ রান করেন তিনি। সেঞ্চুরি আছে ১০টি। হাফ সেঞ্চুরি ২১টি। ক্যারিয়ার সেরা ১৯৯ রানের ইনিংস খেলেন গত ডিসেম্বরে শ্রীলংকার বিপক্ষে।আর সবশেষ টেস্ট ম্যাচ খেলেন পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে। ৮ ফেব্রুয়ারি শেষ হওয়া ম্যাচের দুই ইনিংসে তার ব্যাট থেকে আসে ১৭ ও ৫ রান।

এ বিভাগের আরো খবর