বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোহলির দলের কাছে রুটদের শিক্ষা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:২৩

সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে ১-১ সমতা ফিরিয়েছে ভারত। আর ম্যাচে হেরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চারে নেমে গেছে ইংল্যান্ড।

ভারতের কাছে ৩১৭ রানের বিরাট পরাজয়কে ক্রিকেট শিক্ষার অংশ হিসেবে দেখছেন জো রুট। সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে ১-১ সমতা ফিরিয়েছে ভারত। আর ম্যাচে হেরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চারে নেমে গেছে ইংল্যান্ড।দ্বিতীয় টেস্টে খেলার তিন বিভাগেই প্রতিপক্ষকে নিজেদের চেয়ে এগিয়ে রাখেন রুট। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে ইংলিশ অধিনায়ক জানান এই ধরণের কন্ডিশনে খেললে দল শিখতে পারবে অনেককিছু। ‘আমরা খানিকটা শিক্ষা পেয়েছি। যেহেতু এই ধরণের কন্ডিশনে আমাদের খেলতে হয় তাই এই হার থেকে শিখতে হবে। শিখতে হবে কী ভাবে এখানে রান করতে হয়, বল হাতে কী ভাবে দীর্ঘক্ষণ চাপ বজায় রাখতে হয় ও কী করে একজন ব্যাটসম্যানকে ছয়টা বল করা যায়। ভারতকে কৃতিত্ব দিতেই হচ্ছে। তারা সবকিছু আমাদের জন্য কঠিন করে ফেলেছিল।’বিজয়ী অধিনায়ক ভিরাট কোহলি অবশ্য কৃতিত্ব দিচ্ছেন দর্শকদের। প্রথম ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ধারণক্ষমতার অর্ধেক সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দেয়। এটাই বড় পার্থক্য গড়ে দিয়েছে মন্তব্য কোহলির।‘যেভাবে সংকল্প ও মনোযোগ দিয়ে পুরো দল খেলেছে সেটাতে দর্শকে বিরাট একটা ভূমিকা রয়েছে। বিশেষ করে এই গরমে বোলারদের যখন বাড়তি অনুপ্রেরণা দরকার হয় সেটা দর্শকেরা দিয়েছেন। চেন্নাইয়ের দর্শক খুবই বুদ্ধিমান। তারা ক্রিকেটটা খুব ভালো বোঝেন।’চেন্নাইয়ের পিচ নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। চারদিনের শেষ হয়ে যাওয়া টেস্টে স্পিনাররা রাজত্ব করেছেন। কোহলি মানছেন পিচ কঠিন ছিল তবে সেটা দুই দলের জন্যই। ‘কন্ডিশন দুই দলের জন্যই কঠিন ছিল। আমরা ব্যাট হাতে ভালো করেছি। টার্ন ও বাউন্স দেখে আতঙ্কিত হইনি। জানতাম রান করতে পারলে আমাদের বোলাররা বাকি কাজটুকু করে দেবে। টস তেমন গুরুত্বপূর্ণ ছিল না কারণ দ্বিতীয় ইনিংসেও ৩০০ করেছি আমরা।’ভারতের কাছে ৩১৭ রানের হার দলটির বিপক্ষে রানের হিসেবে ইংল্যান্ডের জন্য সর্বোচ্চ ব্যবধান। এখান থেকে ফিরে আসার খুব বেশি সময় পাচ্ছে না রুটের দল। ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে শুরু হচ্ছে সিরিজের তৃতীয় টেস্ট।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাকি দুই ম্যাচ জিততেই হবে ইংল্যান্ডকে। আর যে কোনো একটি জিতলেই ভারতের সামনে সুযোগ থাকবে ফাইনাল খেলার।

এ বিভাগের আরো খবর