বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টেস্টের জন্য আলাদা দল চায় বিসিবি

  •    
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:৩৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বলেন, ‘মানসিকতা পরিবর্তন করতে হবে। স্পিন ছাড়া খেলতে পারব না- এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। টেস্টের জন্য আলাদা দল থাকতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের হার কিছুতেই মেনে নিতে পারছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান। দিয়েছেন টেস্টের জন্য আলাদা দল গঠনের ইঙ্গিত।

চট্টগ্রামে প্রথম ম্যাচে তিন উইকেটে হারের পর ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১৭ রানে হারে বাংলাদেশ। ২০১২-১৩ মৌসুমের পর এই প্রথম ঘরের মাটিতে দুই বা তার অধিক টেস্টের সিরিজে সবগুলো ম্যাচে হার দেখল তারা।

প্রথম সারির ১২ জন খেলোয়াড় না আসায় অনভিজ্ঞ দল নিয়েই টেস্ট সিরিজে নেমেছিল ক্যারিবীয় দল। প্রথম ম্যাচে তাদের জয় এনে দেন কাইল মেয়ার্স, তুলে নেন অনবদ্য এক ডাবল সেঞ্চুরি।

আর দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হেরেছে অফ স্পিনার রাখিম কর্নওয়ালের কাছে। সিরিজ সেরা হয়েছেন আরেক অভিষিক্ত ব্যাটসম্যান এনক্রুমাহ বোনার।

এসব মিলিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। সোমবার ঢাকার কুর্মিটোলা হাসপাতালে করোনাভাইরাসের টিকা নেয়ার পর বিসিবি সভাপতি নাজমুল বলেন, ‘মানসিকতা পরিবর্তন করতে হবে। স্পিন ছাড়া খেলতে পারব না- এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। টেস্টের জন্য আলাদা দল থাকতে হবে।’

দলের সব জায়গাতেই সমস্যা আছে বলে রোববার হারের পর পরই সাংবাদিকদের সামনে এসে মন্তব্য করেন সভাপতি। দল গঠন নিয়ে সমালোচনা করে বলেন, ‘সমস্যা সব জায়গায় আছে এটাতো স্বীকারই করে নিচ্ছি। দুইটা টেস্ট সিরিজ দেখে বুঝেছি সমস্যা তো আছেই।’

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা প্রতিরোধী টিকা নেয়ার পর ক্রিকেট নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি ।

কথাগুলো রাগের মাথায় বলেছিলেন বলে জানান বিসিবি বস। বলেন, ‘হেরে গেলে মেজাজ খারাপ হয়। আপনাদেরও খারাপ লাগে, আমারও খারাপ আছে। কালকে ছিল রাগের কথা। আমাদের বিশ্বমানের খেলোয়াড় আছে। আমাদের উন্নতি করতে হবে, এই উপলব্ধি আসতে হবে।’

স্ট্র্যাটেজি ও পরিকল্পনায় পরিবর্তন আনার তাগিদ দিয়ে নাজমুল বলেন, ‘ব্যাটসম্যানদের তাদের শট খেলা নিয়ে ভাবতে হবে। (ব্যাটসম্যানদের) শট সিলেকশন নিয়ে ভাবতে হবে। আমরা যেভাবে আউট হয়েছি, এ শটে কেউ আউট হয় না। স্ট্র্যাটেজি এবং পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা আনতে হবে।’

এ বিভাগের আরো খবর