চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে চালকের আসনে রয়েছে ভারত। নিজেদের প্রথম ইনিংসে ৩২৯ রান সংগ্রহের পর, ইংল্যান্ডকে তারা গুটিয়ে দেয় ১৩৪ রানে। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে এক উইকেটে ৫৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। তাদের লিড ২৪৯ রানের।ছয় উইকেটে ৩০০ রান নিয়ের দিনের খেলা শুরু করে খুব বেশিক্ষণ টিকতে পারেনি ভারতের টেইল এন্ড। সকালের প্রথম ঘণ্টাতেই ৭.৫ ওভারে ইংল্যান্ড তাদের অলআউট করে দেয়।রিশাভ পান্ট ৫৮ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের হয়ে মইন আলি চারটি ও ওলি স্টোন তিনটি উইকেট নেন।জবাবে ব্যাট করতে নেমে, বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ভারতের স্পিনারদের সামলাতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা।তবে, প্রথম ধাক্কা দেন ইশান্ত শর্মা। অভিজ্ঞ এই পেইসার ইনিংসের তৃতীয় বলেই শূন্য রানে ফেরান ররি বার্নস।এরপর রভিচন্দ্রন আশউইনের তোপে পড়ে সফরকারী দল। ৪৩ রানে পাঁচ উইকেট নেন এই স্পিনার। এই নিয়ে ক্যারিয়ারে ২৯তম বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট পেলেন আশউইন। ভারতীয়দের মধ্যে এই তালিকায় তার উপরে আছেন শুধুমাত্র অনিল কুম্বলে।আশউইনের পাঁচ উইকেটে সঙ্গে আক্সার পাটেল নেন দুই উইকেট। ৫৯.৫ ওভারে গুটিয়ে যায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৪২ রান করে অপরাজিত থাকেন উইকেটকিপার ব্যাটসম্যান বেন ফোকস। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ওলি পোপ।নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুভমান গিলের উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করে স্বাগতিক দল। ১৪ রান করা গিলকে ফেরান জ্যাক লিচ।দিন শেষে রোহিত শর্মা ২৫ ও চেতেশ্বর পুজারা ৭ রানে খেলছিলেন।
স্পিনে ম্যাচে নিয়ন্ত্রণ ভারতের হাতে
নিজেদের প্রথম ইনিংসে ৩২৯ রান সংগ্রহের পর, ইংল্যান্ডকে তারা গুটিয়ে দেয় ১৩৪ রানে। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে এক উইকেটে ৫৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। তাদের লিড ২৪৯ রানের।
-
ট্যাগ:
- ভারত-ইংল্যান্ড
এ বিভাগের আরো খবর/p>