বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কর্নওয়াল এগিয়ে রাখছেন নিজেদেরকেই

  •    
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৫৭

তৃতীয় দিনের খেলা শেষ হতে হতে নিজেদের দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়েছে সফরকারী দল। তবু কর্নওয়ালের মতে, এগিয়ে আছেন তারাই।

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৪০৯ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৯৬ রানে গুটিয়ে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১১৩ রানের লিড দিয়েছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের সেই ১১৩ রানের লিডের পেছনে বড় ভূমিকা অফ স্পিনার রাখিম কর্নওয়ালের। পাঁচ উইকেট তুলে নেওয়ার পথে তিনি ফিরিয়েছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাসকে- যারা হয়ে উঠতে পারতেন ওয়েস্ট ইন্ডিজের পথের কাঁটা।

তৃতীয় দিনের খেলা শেষ হতে হতে নিজেদের দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়েছে সফরকারী দল। তবু কর্নওয়ালের মতে, এগিয়ে আছেন তারাই।

‘আমার মনে হয় একটু এগিয়ে চালকের আসনে আছি। কালকের দিনটি গুরুত্বপূর্ণ। কালকের প্রথম ঘন্টায় ভালো ব্যাটিং করতে হবে। লাঞ্চে আমরা বুঝতে পারব বাংলাদেশকে কত রানের টার্গেট দিতে পারি’, বলেন কর্নওয়াল।

অফ স্পিনারের মতে, বাংলাদেশকে লক্ষ্য হিসেবে ৪০০ রানের বেশি তা উইনিং স্কোর হতে পারে।

‘আমার মনে হয় ৪০০ এর উপরে যেকোনো টার্গেটই সুবিধাজনক হবে। কালকে সকালে ভালো ব্যাটিং করতে হবে। পরে আমরা বাংলাদেশকে আক্রমণ করতে পারব’, বলেন ২৮ বছর বয়সী এই অ্যান্টিগান।

পাঁচ উইকেট পাওয়ার অনুভূতি দারুণ ছিল বলেও জানান তিনি। সঙ্গে যোগ করেন, মিরপুরের পিচ চট্টগ্রামের তুলনায় সাহায্য করছে বেশি।

‘আমার মনে হয় ঢাকায় বাউন্স একটু বেশি, চট্টগ্রামে তেমন টার্ন এবং বাউন্স ছিল না। এখানে তুলনামূলকভাবে বেশি সাহায্য পাওয়া যাচ্ছে উইকেট থেকে। আমি যা পাই তা নিয়েই কাজ করি। যে গতিতেই উইকেট পাই না কেনো তা আমার শক্তির জায়গা হিসেবে ব্যবহার করি’, বলেন কর্নওয়াল।

এ বিভাগের আরো খবর