সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে চেন্নাই টেস্ট আছে সমতায়। ভারত ৩০০ রান তুলে ফেললেও হারিয়েছে ছয় উইকেট। রিশাভ পান্ট ৩৩ ও আক্সার পাটেল ৫ রানে অপরাজিত আছেন দিন শেষে।টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভিরাট কোহলি। দ্বিতীয় ওভারে স্বাগতিকদের ধাক্কা দেয় ইংল্যান্ড। শূন্য রান করে ওলি পোপের বলে এলবিডাব্লিউ হন শুভমান গিল।ওয়ান ডাউনে নামা চেতেশ্বর পুজারাকে নিয়ে ইনিংস মেরামত শুরু করেন রোহিত শর্মা। শর্মা একদিক থেকে আক্রমণ করেন আর পুজারা তার স্বভাবসুলভ ধীর স্থির গতিতে খেলতে থাকেন।৮৫ রানের জুটি ভাঙ্গেন জ্যাক লিচ। ২১ রান করা পুজারাকে ফেরান এই স্পিনার।এরপর শূন্য রানে কোহলিকে আউট করেন মইন আলি। দারুণ টার্ন করা বলে আউট হওয়ার পরও বিশ্বাস করতে পারছিলেন না ভারতীয় অধিনায়ক। কিছুক্ষণ অপেক্ষা করেন ক্রিজে। ভারতের স্কোরবোর্ডে তখন ৮৬/৩।সেখান থেকে দলকে শক্ত অবস্থানে পৌঁছিয়ে দেন আজিঙ্কা রাহানে ও শর্মা। চতুর্থ উইকেটে ১৬৪ রানের জুটি গড়েন দুই ব্যাটসম্যান।ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন শর্মা। ১৬১ রান করে আউট হন লিচের বলে। অন্যপ্রান্তে রাহানের ব্যাট থেকে আসে ২৩তম টেস্ট ফিফটি।এক রানের ব্যবধানে শর্মা ও রাহানের উইকেট তুলে নিয়ে আবারও ম্যাচে ফেরে ইংল্যান্ড। টেইলএন্ডার রভিচন্দ্রন আশউইনকেও বেশিক্ষণ টিকতে দেননি জো রুট।ইংলিশ অধিনায়কের বলে ১৩ রান করে আউট হন আশউইন। দিনের শেষ পর্যন্ত উইকেটে টিকে থেকে ভারতকে তিন শ রানে পৌঁছে দেন পান্ট ও পাটেল।ইংল্যান্ডের হয়ে লিচ ও আলি দুটি করে উইকেট নেন।
চেন্নাইয়ের স্পিনিং পিচে সমানে-সমান লড়াই
ভারত ৩০০ রান তুলে ফেললেও হারিয়েছে ছয় উইকেট। রিশাভ পান্ট ৩৩ ও আক্সার পাটেল ৫ রানে অপরাজিত আছেন দিন শেষে।
-
ট্যাগ:
- ভারত-ইংল্যান্ড
এ বিভাগের আরো খবর/p>