বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্পিনাররা এগিয়ে রাখলেন বাংলাদেশকে

  •    
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:১৮

তৃতীয় দিনের শেষ সেশনে বাংলাদেশকে ম্যাচে ফেরান তিন স্পিনার নাঈম হাসান, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। তাদের কল্যাণে দিনের শেষ ২১ ওভারে ৪১ রান তুলতে তিন উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা। তাদের লিড এখন ১৫৪।

ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ৪০৯। জবাবে ২৯৬ রানে গুটিয়ে সফরকারীদের ১১৩ রানের লিড দেয় বাংলাদেশ। তাতে মনে হচ্ছিল, বেশ এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

দিনের শেষ সেশনে বাংলাদেশকে ম্যাচে ফেরান তিন স্পিনার নাঈম হাসান, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। তাদের কল্যাণে দিনের শেষ ২১ ওভারে ৪১ রান তুলতে তিন উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা। তাদের লিড এখন ১৫৪।

দিনের তৃতীয় সেশন বাংলাদেশ শুরু করে ছয় উইকেটে ২৭২ রানে। মাত্র ৫৩ বলের মধ্যে বাকি চার উইকেট হারিইয়ে আর ২৪ রান যোগ করে গুটিয়ে যায় টাইগাররা।

নিজেদের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারেই অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েইটকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। নাঈমের লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাওয়া বলকে পুল করতে গিয়ে মিস করেন তিনি। বল ধরার পর উইকেটকিপার লিটন দাসের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। লিটনের কথায় রিভিউ নেন অধিনায়ক মুমিনুল। তাতে দেখা যায়, ব্র্যাথওয়েইটের গ্লাভসে লেগেছে বল। তাকে ফিরতে হয় ছয় রানে।

ইনিংসের নবম ওভারে বোলিংয়ে আসেন মিরাজ। এসে সময় নেন মাত্র তিন বল। শেন মোসলিকে দ্বিতীয় স্লিপে থাকা মোহাম্মদ মিঠুনের সহজ ক্যাচ বানিয়ে টেস্টে নিজের শততম উইকেট শিকার করেন এই অফ স্পিনার।

দিনের শেষ উইকেট হিসেবে ফেরেন জন ক্যাম্পবেল, খানিকটা দুর্ভাগ্যজনকভাবেই। তাইজুলের বলটা ভালোভাবেই সামলেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ব্যাটে লেগে বল চলে যায় স্টাম্পের দিকে। ফেলে দেয় বেল। তাতে উল্লাসে মাতে স্বাগতিক দল। হতভম্ব হয়ে যান ক্যাম্পবেল।

শেষদিকে আরও একটি উইকেট পেতে পারতো বাংলাদেশ। নাঈমের বল নাইটওয়াচম্যান জোমেল ওয়ারিকানের ব্যাটের কানা খুঁজে নেয়ার পর স্লিপে থাকা সৌম্য সরকার ডাইভও দেন। কিন্তু নাগালের মধ্যে পাননি। তাতে দিন শেষে তিন উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে।

আপাতত জয় ছাড়া উপায় নেই বাংলাদেশের। প্রথম টেস্ট হেরে ইতিমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে তারা।

এ বিভাগের আরো খবর