বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্রিকেট থেকে শনিবার অবসর নিচ্ছেন রাজ্জাক-নাফিস

  •    
  • ১২ ফেব্রুয়ারি, ২০২১ ২২:৪০

শনিবার দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে অবসরের ঘোষণা দেবেন রাজ্জাক ও নাফীস। বিষয়টি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব)।

আগেই জানা গিয়েছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে তৃতীয় সদস্য হিসেবে যুক্ত হচ্ছেন স্পিনার আবদুর রাজ্জাক। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটিতে জায়গা করে নিচ্ছেন শাহরিয়ার নাফিস।

সেই পদে যুক্ত হওয়ার আগে দুজনেরই পালা আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেয়ার। সেটিই হতে যাচ্ছে শনিবার।

শনিবার দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে অবসরের ঘোষণা দেবেন রাজ্জাক ও নাফিস। বিষয়টি একটি প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে নিশ্চিত করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব)।

‘১৩ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্বনামধন্য ক্রিকেটার জনাব আব্দুর রাজ্জাক ও জনাব শাহরিয়ার নাফিস আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিবেন মর্মে আমাদের অবগত করেছেন। ক্রিকেটার হিসেবে বাংলাদেশ ক্রিকেটে তাঁদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ’, বলা হয় প্রেস বিজ্ঞপ্তিটিতে।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট শিকার করেছিলেন রাজ্জাক। সব মিলিয়ে বাংলাদেশের হয়ে খেলেছেন ১৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি।

বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন নাফিস। বাংলাদেশের হয়ে ২৪টি টেস্ট, ৭৫টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

এ বিভাগের আরো খবর