বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরিস্থিতি চাপে ফেলছে টাইগারদের, বললেন অধিনায়ক

  •    
  • ১০ ফেব্রুয়ারি, ২০২১ ২২:৫১

ভঙ্গুর উইন্ডিজের বিপক্ষে ফেভারিট অবস্থায় সিরিজ শুরু করে ব্যাকফুটে আছে বাংলাদেশ। এমন অবস্থার সঙ্গে খুব বেশি পরিচয় নেই টাইগারদের। এই পরিস্থিতি অনেক কিছুই শেখাচ্ছে দলপতিকে।

সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ দল। ফেভারিট হিসেবে সিরিজ শুরুর পরও চট্টগ্রামে প্রথম টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হারে স্বাগতিক দল। দ্বিতীয় টেস্টে চাপ থাকলেও সেটিকে জয় করার তাগিদ অধিনায়ক মুমিনুল হকের।

সিরিজ বাঁচানোর ম্যাচকে সামনে রেখে টাইগার অধিনায়ক বলেন, পরিস্থিতি ঘুরিয়ে দেবার সামর্থ্য রাখে তার দল। শেষ টেস্ট ম্যাচকে সামনে রেখে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘অতীতে কি ঘটেছে সেটি মনে করার কোনো কারণ নেই। আগের টেস্টে অনেকগুলো ইতিবাচক দিক রয়েছে। সেগুলোকে সঙ্গী করে আমরা এগিয়ে যেতে চাই। আমার মনে হয় ভাল করার বিষয়ে সবাই আশাবাদী। নিজেদের সেরাটা প্রদর্শনের মাধ্যমে সেরা ফল বের করে আনার জন্য উদগ্রীব হয়ে আছে সবাই।’মুমিনুলের নেতৃত্বে এই নিয়ে পাঁচ টেস্টের চারটিতেই হেরেছে বাংলাদেশ। তার একমাত্র জয় জিম্বাবুয়ের বিপক্ষে। তবে অধিনায়ক চাপ নিতে রাজি নন।

‘দলীয় সামর্থ্য যেমনই হোক, ম্যাচ জয় করতে না পারলে সব সময় চাপ অনুভব করতে হবে। সুতরাং এই ম্যাচেও চাপ থাকবে। চাপকে জয় করে নিজেদের সেরা ক্রিকেট খেলার পথ খুঁজে বের করতে হবে। দলটির প্রতি প্রত্যাশা অনেক। দলনেতা হিসেবে আমারও প্রত্যাশা আছে। শুধু এটিই বলব, আমরা দ্বিতীয় টেস্টে জয় পেতে মরিয়া।’

ভঙ্গুর উইন্ডিজের বিপক্ষে ফেভারিট অবস্থায় সিরিজ শুরু করে ব্যাকফুটে আছে বাংলাদেশ। এমন অবস্থার সঙ্গে খুব বেশি পরিচয় নেই টাইগারদের। এই পরিস্থিতি অনেক কিছুই শেখাচ্ছে দলপতিকে।‘অতীতে এমন অবস্থা ছিল বলে আমি মনে করি না। এখানে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে কিভাবে চাপ মোকাবেলা করতে হয়। ভবিষ্যতে এটি দলীয় অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।’চাপ সামলে ব্যাটসম্যান মুমিনুলের রানে ফেরার নজির আছে অনেক। অধিনায়ক মুমিনুল চাপকে জয় করতে পারবেন কি না সেই প্রশ্নের উত্তর দেবে ঢাকা টেস্ট।

এ বিভাগের আরো খবর