চট্টগ্রামে প্রথম টেস্টে কাইল মায়ার্সের অবিশ্বাস্য এক ইনিংসের সাহায্যে বাংলাদেশকে তিন উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ।
দুর্ভাগ্য এড়াতে পারতো বাংলাদেশ, যদি সুযোগ কাজে লাগাতে পারতো তারা। ক্যাচ মিস তো হয়েছেই, রিভিউয়ের সুযোগ থাকলেও নেয়নি বাংলাদেশ। তাতে ভাগ্যে মিলেছে হার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের মতে, এত সুযোগ হাতছাড়া করলে ম্যাচ জেতা যায় না। বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আন্তওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এমনটি বলেন তিনি।
‘ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলেছে। অস্বীকার করার উপায় নেই। এর সাথে এটাও সত্যি যে আমরা যে পরিমাণ সুযোগ নষ্ট করছি, সে পরিমাণ সুযোগ নষ্ট করা যায় না। নষ্ট করলে যে হাত ছাড়া হয়ে যায় ম্যাচ। এ বিষয়টাতে আমাদের আরো নজর দিতে হবে’, বলেন বিসিবি সভাপতি।
তবে তার মতে, তাতেই নিরুৎসাহিত হওয়া যাবে না। দলের ভালো মন্দ বুঝতে বুধবার সন্ধ্যায় দলের সঙ্গে কথা বলবেন বিসিবি বস।
‘সাড়ে ছয়টায় পুরো টিমের সঙ্গে জুম মিটিং আছে। তাদের সঙ্গে কথা বলব। সিনিয়র প্লেয়ারদের সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে। নিয়মিত হচ্ছে। এখন মনোবল হারানোর কারণ নেই’, বলেন তিনি।
প্রথম টেস্টের পর বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো এবং অধিনায়ক মুমিনুল হকের সমালোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। এক ম্যাচ দিয়ে বিচার করতে চাননা সভাপতি।
‘এই মুহূর্তে এসব নিয়ে আলোচনা করা ঠিক না, কারণ একটা সিরিজ চলছে। তাছাড়া আমার মনে হয় না, একটা ম্যাচের পারফরম্যান্স দেখে কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। এই ওয়েস্ট ইন্ডিজ টিমকে আমরা ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছি। ওরা তো জিততেই পারে টেস্ট একটা। সেকেন্ড টেস্টে আমরা যাতে ভালো খেলি সেটাই হচ্ছে বড় কথা।’