ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ঊরুর পেশিতে চোট পেয়ে শেষ তিন দিন মাঠের বাইরে থাকতে হয় সাকিব আল হাসানকে। তিনি ছিটকে গেছেন দ্বিতীয় টেস্ট থেকেও।
প্রথম টেস্ট হারার পর সিরিজ বাঁচাতে দ্বিতীয় টেস্টে টাইগারদের সামনে জয় ভিন্ন উপায় নেই। এমন অবস্থায় সাকিব নেই, এই চিন্তা মাথায় আনতে চাইছেন না বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
মিরপুরে টেস্টের আগে বুধবার এক ভিডিওবার্তায় মুমিনুল বলেন, সাকিব না থাকার পরও ভালো খেলে ম্যাচ জিতেছে বাংলাদেশ।
‘যদি মনে করেন সাকিব আল হাসান নেই টিম চলবে না, বাংলাদেশ চলবে না, এটা ঠিক না। যখন সাকিব ভাই ছিলেন না বাংলাদেশ টিম কিন্তু চলেছে। ভালো খেলেছে, ম্যাচ জিতেছে। সত্যি বলতে ওভাবে চিন্তা করছি না। একটা সিরিজে সাকিব ভাই খেলেছে সেটাও হেরেছি। এই সিরিজের একটা ম্যাচ বাকি আছে সাকিব ভাই থাকা না থাকা ওইভাবে চিন্তা করছি না।’, বলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
সাকিব না থাকার সমস্যা নিয়েও বলেছেন মুমিনুল। সাকিবের অনুপস্থিতিতে দলের ব্যালান্স নিয়ে সমস্যা মানছেন অধিনায়ক।
‘সাকিব ভাই যেহেতু নেই সে কারণে হয়তো দুইটা খেলোয়াড় নিতে হবে। দুই জায়গায় হয়তো দুজন খেলোয়াড় খেলবে’, বলেন মুমিনুল।
তিনি আরও জানান, চোট পাওয়া সাদমান ইসলামের বদলেও একাদশে ঢুকবেন একজন খেলোয়াড়।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে সফরকারী দল।