বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২৬ ফেব্রুয়ারি থেকে ইমার্জিং দলের আয়ারল্যান্ড সিরিজ

  •    
  • ৯ ফেব্রুয়ারি, ২০২১ ২০:৪২

সিরিজটির জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলিসহ আট জন। দলে আছেন জাতীয় দলের হয়ে খেলা সাইফ হাসান ও আমিনুল ইসলাম বিপ্লবও।

বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভসের মধ্যকার সিরিজ শুরু হচ্ছে ২৬ ফেব্রুয়ারি। সিরিজটিতে আছে একটি চার দিনের ম্যাচ, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি।

সিরিজটির জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলিসহ আট জন। আছেন জাতীয় দলের হয়ে খেলা সাইফ হাসান ও আমিনুল ইসলাম বিপ্লবও।

সিরিজ খেলতে ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড উলভস৷ ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত তারা থাকবেন কোয়ারেন্টিনে।

২৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে চার দিনের ম্যাচ। সেখানেই ৫, ৭ ও ৯ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম দুই ওয়ানডে।

১০ মার্চ ঢাকা ফিরবে দুই দল। ১২ ও ১৪ মার্চ শেষ দুই ওয়ানডে হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।সেখানে ১৭ ও ১৮ মার্চ অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি। ১৯ মার্চ আয়ারল্যান্ড ফিরে যাবে উলভস।

সিরিজের প্রস্তুতি হিসেবে চট্টগ্রামে পৌছেছেন ইমার্জিং দলের অধিকাংশ সদস্য। জাতীয় দলের সঙ্গে থাকা সাইফ হাসান যোগ দেবেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করে।

বাংলাদেশ ইমার্জিং দলের প্রাথমিক স্কোয়াড

সাইফ হাসান, আকবর আলি, তানজিদ হোসেন তামিম, পারভেজ হোসেন ইমন, শামিম পাটোয়ারি, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, আনিসুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, সুমন খান, মোহাম্মদ শাহিন আলম, নোমান চৌধুরি সাগর, রেজাউর রহমান রাজা, রকিবুল হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন

এ বিভাগের আরো খবর