চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ঊরুর চোট নিয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। বাকি তিন দিনে আর মাঠে নামতে পারেননি তিনি।
পরবর্তীতে জানা যায়, সাকিব খেলতে পারবেন না দ্বিতীয় টেস্টেও। সাকিব তাই ছেড়েছেন জৈব নিরাপত্তাবলয়।
সাকিবের বদলি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলে ভিড়িয়েছে সৌম্য সরকারকে। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে না থাকলেও বুধবার যোগ দেবেন তিনি।
১৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে সৌম্য হাঁকিয়েছেন চারটি ফিফটি ও একটি সেঞ্চুরি। উইকেট নিয়েছেন তিনটি।
চোটের জন্য দ্বিতীয় টেস্ট না খেলার পর সন্দেহে আছে সাকিবের নিউজিল্যান্ড সফরে যাওয়া নিয়েও।তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য সাকিব এরই মধ্যে বিসিবির কাছে আবেদন জমা দিয়েছেন। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বোর্ড।