বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্পিনকে দুর্বল করার পরিকল্পনায় সফল উইন্ডিজ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৯ ফেব্রুয়ারি, ২০২১ ১২:০৭

বাংলাদেশি স্পিনারদের নিয়ে প্রচুর কাজ করেছে উইন্ডিজ দল। যার ফলটাও এসেছে মাঠে। প্রথম টেস্ট জয়ের দুই নায়ক এনক্রুমাহ বোনার ও কাইল মায়ার্সের ধৈর্য এবং আত্মবিশ্বাসের প্রশংসাও করেন দলের হেড কোচ ফিল সিমন্স।

চট্টগ্রামের ঐতিহাসিক টেস্ট জয়ের পর নতুন সুর ওয়েস্ট ইন্ডিজ ক্যাম্পে। ঢাকায় এসে অনুশীলন শুরু করেছে ১২ জন সিনিয়র ক্রিকেটার ছাড়াই বাংলাদেশ সফরে আসা ক্যারিবিয়ানরা। আনকোরাদের নিয়ে প্রথম টেস্টের অবিস্মরণীয় জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।টাইগারদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের দুই নায়ক এনক্রুমাহ বোনার ও কাইল মায়ার্সের ধৈর্য এবং আত্মবিশ্বাসের প্রশংসা করেন দলের হেড কোচ ফিল সিমন্স।‘তারা নিজেদের ও নিজেদের সামর্থ্যের ওপর ভরসা রেখেছে। এই ম্যাচে এটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি। ইনিংসের কঠিন সময়ে তারা নিজেদের বিশ্বাস ধরে রেখে লড়াই করেছে।’বাংলাদেশি স্পিনারদের নিয়ে প্রচুর কাজ করেছে উইন্ডিজ দল। যার ফলটাও এসেছে মাঠে। সোমবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সিমনস এমনটা জানান।‘এখানে এসে আমরা যে কাজটা করেছি, সেটা হলো নিজেদের স্পিন খেলার সামর্থ্য বাড়িয়ে তাদের শক্তিশালী স্পিন আক্রমণকে অকার্যকর করে দেয়া। যেভাবে প্রস্তুতি নিয়েছি তাতে আমি খুবই আনন্দিত। আর মাঠে সবকিছু কার্যকর হতে দেখতে পারাটাও দারুণ।’৩৯৫ রান তাড়া করতে নেমে তিন উইকেটের জয়ের পরও পুরোপুরি সন্তুষ্ট নন উইন্ডিজ বস। বোলারদের কাছ থেকে পারফরম্যান্স চাই দলের।‘আমাদের বল হাতে আরও ভালো করতে হবে। প্রতিপক্ষকে চার শ নয় তিন শর নিচে আউট করতে চাই। চট্টগ্রামে একাধিক বিষয় ছিল যেগুলোতে উন্নতি করা লাগবে,’ যোগ করেন সিমন্স।কোভিড মহামারির কারণে থমকে আছে পুরো বিশ্ব। এর ঝাপটা পড়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও। কঠিন সময়ে ক্যারিয়বিয়ান মানুষদের মুখে হাসি ফোটাতে পেরেছে বাংলাদেশের বিপক্ষে এই জয়, এমনটা মানছেন সিমনস।‘জয়টা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ও বিশ্বজুড়ে ওয়েস্ট ইন্ডিয়ানদের জন্য বিশেষ কিছু ছিল। অন্ধকার সময়ে আমরা তাদেরকে একটু আলোর সন্ধান দিতে পেরেছি। সাম্প্রতিক ক্যারিবিয়ান দ্বীপগুলোতে কোভিডের প্রকোপ অনেকটাই বেড়েছে।’প্রথম টেস্টে জয়ের পর ঢাকায় সিরিজ নিশ্চিত করতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ১১ ফেব্রুয়ারি মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্ট।

এ বিভাগের আরো খবর