অভিষেক টেস্টেই নিজেকে চেনালেন কাইল মায়ার্স। তার ২১০ রানের অসাধারণ এক ইনিংসে ৩৯৫ রানের লক্ষ্য তাড়া করে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচ পর সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক জানালেন, এমন হার কল্পনাতেই ছিল না তার।
‘কোনো সময়ই আমার কাছে মনে হয়নি (হারব)। গত চার দিন আমরা দাপট দেখিয়েছি। আজ শেষের দিকে ম্যাচটা হেরে গেছি। আমি চিন্তাও করিনি শেষদিকে ম্যাচটা হেরে যাব।’
মুমিনুল বলেন, ‘আসলেই অবিশ্বাস্য। কিন্তু এটাই গোল বলের খেলা। ক্রিকেটে অবিশ্বাস্য অনেক কিছুই হয়ে যায়। প্রত্যাশায় ছিল না এমন কিছু হবে।’
তবে পরাজয়ের নির্দিষ্ট কারণ বলতে নারাজ টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক মুমিনুল। বলেন, ‘যখন দল হারবে তখন নির্দিষ্ট করে দোষ দিতে পারবেন না। দল হারা মানে সবাই হারা, দল জেতা মানে সবাই জেতা।
‘আমার কাছে এমন কিছু বোধগম্য হয় না (পরাজয়ের নির্দিষ্ট কোনো কারণ আছে)। দল যখন হেরেছে, সবাই একসঙ্গে হেরেছি।’