বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লিড ২৫০ ছাড়াল টাইগারদের, মুমিনুলের ফিফটি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৩৫

১০ রান নিয়ে দিন শুরু করা মুশফিক ফেরেন রাহকিম কর্নওয়ালের বলে। লেংথে পিচ করে নিচু হয়ে যাওয়া বলে কাট করতে যেয়ে বলের লাইন মিস করেন মুশফিক।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে তাইজুল ইসলাম জানান, ২৫০ রান সাগরিকার পিচে যথেষ্ট হতে পারে, তবে দল ৩৫০ রানের জন্য খেলবে।২১৮ রানের লিড নিয়ে খেলতে নামা বাংলাদেশ ২৫০ রানে এগিয়ে যায় প্রথম ঘণ্টাতেই। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মুমিনুল হক দেখেশুনে শুরু করলেও জুটি বড় করতে পারেননি।১০ রান নিয়ে দিন শুরু করা মুশফিক ফেরেন রাহকিম কর্নওয়ালের বলে। লেংথে পিচ করে নিচু হয়ে যাওয়া বলে কাট করতে গিয়ে বলের লাইন মিস করেন মুশফিক।প্যাডে আঘাত হানার পর আম্পায়ার আউট দেন। সেই সিদ্ধান্ত রিভিউ নিয়েও পরিবর্তন করা যায়নি। ১৮ রান করে ফিরতে হয় মুশফিককে।তার সঙ্গী মুমিনুল ফিফটি পূর্ণ করেন অন্য প্রান্তে। ৮৪ বলে ক্যারিয়ারের ১৪তম হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পথে হাঁকান পাঁচটি বাউন্ডারি।তৃতীয় দিন বল করতে গিয়ে চোট পাওয়া সাকিব আল হাসান এখনো ব্যাট করতে নামেননি। তার জায়গায় মুশফিক আউট হওয়ার পর নেমেছেন লিটন দাস।

এ বিভাগের আরো খবর