বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জয়ের জন্য তাইজুলের কাছে ২৫০ যথেষ্ট

  •    
  • ৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:৫৯

তৃতীয় দিন শেষে লিড নিয়ে খুশি তাইজুল। ভালো বোলিং করলে এই পিচে ২৫০ রানকে জয়ের জন্য যথেষ্ট মনে করছেন এই বাঁহাতি স্পিনার।

চট্টগ্রামে তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন তাইজুল ইসলাম। প্রথম বলেই এনক্রুমাহ বোনারকে ফিরিয়ে শুরু করেন বাংলাদেশের দিন।

ওয়েস্ট ইন্ডিজ দুটি জুটি গড়ে বাংলাদেশের ৪৩০ রানের সংগ্রহের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা দেখালেও শেষদিকে মেহেদি হাসান মিরাজের সঙ্গে সেটি হতে দেননি তাইজুল ও নাঈম হাসান। তাতে সফরকারীরা গুটিয়ে গেছে ২৫৯ রানে, বাংলাদেশ পেয়েছে ১৭১ রানের লিড।

ফের ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ হারিয়েছে তিন উইকেট। তারপরও লিড পৌঁছেছে ২১৮ রানে।

তৃতীয় দিন শেষে এই লিড নিয়ে খুশি তাইজুল। ভালো বোলিং করলে এই পিচে ২৫০ রানকে জয়ের জন্য যথেষ্ট মনে করছেন এই বাঁহাতি স্পিনার।

‘এই উইকেটের জন্য তৃতীয় দিনে এটা ভালো লিড। কাল (শনিবার) তো ব্যাটিং করব। এই উইকেটে ২৫০ রান যথেষ্ট। তবে প্রথম সেশন যেরকম খারাপ বোলিং করেছি ওরকম বোলিং করলে এই রানে জেতা কঠিন হয়ে যাবে’, বলেন তাইজুল।

তারপরও বাংলাদেশ চায় ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩০০ থেকে ৩৫০ রানের লক্ষ্য দিতে।

চতুর্থ দিনে ব্যাটসম্যানদের জন্য উইকেট আরও কঠিন হবে বলে মানছেন তাইজুল। বলেন, ‘আজকের চেয়ে কালকের পিচ ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ থাকাই স্বাভাবিক। স্পিনাররা আরও বেশি ফায়দা তুলতে পারবে। যদি ভালো জায়গায় বল করে ম্যাচ তাদের পক্ষেই থাকবে।’

২১৮ রানের এই লিড বাড়ানোর লক্ষ্যে শনিবার ব্যাটিংয়ে নামবেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক ও মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ৭২ বল খেলা তাইজুলকেও নেমে পড়তে হতে পারে। তাইজুল নিশ্চয়ই চাইবেন, তাকে ছাড়াই বড় হোক বাংলাদেশের লিড!

এ বিভাগের আরো খবর