বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্ল্যাকউড-সিলভার প্রতিরোধ ভাঙলেন স্পিনাররা

  •    
  • ৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:২৬

ওয়েস্ট ইন্ডিজ দিনের দ্বিতীয় সেশন শেষ করেছে সাত উইকেটে ২৫৩ রানে। ফলো অন এড়ালেও এখনো তারা পিছিয়ে ১৭৭ রানে।

প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন ওয়েস্ট ইন্ডিজ শেষ করেছিল পাঁচ উইকেটে ১৮৯ রান নিয়ে। দ্বিতীয় সেশনজুড়েই দখল নিয়ে রাখেন জার্মেইন ব্ল্যাকউড ও জশুয়া ডা সিলভা।

তাদের ৯৯ রানের জুটিতে ম্যাচে ফেরে ক্যারিবীয়রা। সেশনের শেষ দুই ওভারে নাঈম হাসান ও মেহেদি হাসান মিরাজের বলে দুজন ফিরে গেলে, বাংলাদেশের লিড ছোট করার সম্ভাবনাও কমে এসেছে তাদের।

ওয়েস্ট ইন্ডিজ দিনের দ্বিতীয় সেশন শেষ করে সাত উইকেটে ২৫৩ রানে। ফলো অন এড়ালেও তারা পিছিয়ে ১৭৭ রানে।

দ্বিতীয় সেশনের প্রায় পুরোটা ব্যাট করেন ব্ল্যাকউড ও জশুয়া। ৯৯ রানের জুটি গড়েন দুজনে মিলে। ব্ল্যাকউড পূর্ণ করেন নিজের ফিফটি।

জুটি অবশ্য ভাঙতে পারত আরও আগে। তাইজুল ইসলামের বলে স্লিপে সিলভার ক্যাচ ছাড়েন নাজমুল হোসেন শান্ত।তাকে ফিরতে হয় চা-বিরতির এক ওভার আগে। আগের বলেই নাঈমকে চার মেরেছেন। পরের বলটার ভাগ্যেও একই লেখা লিখতে চাইলেন। কিন্তু নিচু হয়ে আসা ডেলিভারিতে ঠিকঠাক কাট করতে পারলেন না।ব্যাটের কানা ছুঁয়ে আসা বল লুফে নিতে ভুল করেননি উইকেটকিপার লিটন দাস। তাতে ভাঙে জুটি। ৩৮ রানে ফেরেন সিলভা।

বল তিনেক পর ফিরে যান ব্ল্যাকউডও। মিরাজের বলটা লেগ স্টাম্পের বাইরে দিয়েই চলে যাচ্ছিল। না খেললেও পারতেন ব্ল্যাকউড।খেলতে গিয়েই পড়লেন বিপদে। ব্যাটের আলতো ছোঁয়া নিয়ে যাওয়া বল ধরতে সমস্যা হয়নি লিটনের। ব্ল্যাকউডের ইনিংসের সমাপ্তি ঘটে ৬৮ রানে।

বাংলাদেশ পুরো দিন বোলিং করেছে সাকিব আল হাসানকে ছাড়াই। কুঁচকির পেশিতে টান পড়ায় মাঠে নামেননি সাকিব। বোলিং করবেন না তৃতীয় দিনে।

আপাতত ১৭৭ রানে এগিয়ে আছে বাংলাদেশ। টাইগারদের সামনে সুযোগ আছে, বড় লিড নিয়ে পরে ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য বেঁধে দেওয়ার।

এ বিভাগের আরো খবর