বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্পিন বিষে আধিপত্য বাংলাদেশের

  •    
  • ৫ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৪১

বাংলাদেশের সংগ্রহের চেয়ে এখনও ২৪১ রানে পিছিয়ে সফরকারী দল। ফলোঅন এড়াতে প্রয়োজন আরও ৪২ রান।

তৃতীয় দিনের শুরুটা এর চেয়ে ভালো হতে পারত না বাংলাদেশের। প্রথম বলেই উইকেট!

আগের দিন বাংলাদেশি স্পিনাররা কোনো উইকেট না পেলেও সেই আক্ষেপ মেটাতে সময় নেননি তাইজুল ইসলাম। প্রথম বলেই স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে ফেরান এনক্রুমাহ বোনারকে।

শেষ পর্যন্ত চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন পক্ষে গেছে বাংলাদেশেরই। বোনারের সঙ্গে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েইট ও কাইল মায়ার্সকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম সেশন শেষ করেছে পাঁচ উইকেটে ১৮৯ রানে।

বাংলাদেশের সংগ্রহের চেয়ে এখনও ২৪১ রানে পিছিয়ে সফরকারী দল। ফলোঅন এড়াতে প্রয়োজন আরও ৪২ রান।

তিনটি উইকেট হারালেও সেশনজুড়ে আগ্রাসী ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৩ ওভার ব্যাট করে তারা রান তুলেছে ১১৪।

অপরাজিত ৪৯ রানে দ্বিতীয় দিন শেষ করা ব্র্যাথওয়েইট প্রথম সেশনে পূর্ণ করেন নিজের ২০তম ফিফটি। অভিষিক্ত মায়ার্সের সঙ্গে গড়েন দ্রুত গতির ৫৫ রানের জুটি।

তাদের সেই জুটি ভাঙে ব্র্যাথওয়েইটের ভুলে। নাঈম হাসানের অফ স্টাম্পের বাইরের একটি বল ছেড়ে দেন ব্র্যাথওয়েইট। কিন্তু পিচ থেকে দারুণ টার্ন করে স্টাম্পে আঘাত হানে বল। সফরকারী অধিনায়ককে ফিরতে হয় ৭৬ রানে।

লেগ বিফোরের ফাঁদে ফেলে মায়ার্সকে ফেরান আগের দিনের সেঞ্চুরিয়ান মেহেদি হাসান মিরাজ। রিভিউ না নিয়ে ফিরে যাওয়া মায়ার্স আফসোস করতেই পারেন।রিভিউ নিলেই দেখতেন, ব্যাট ছুঁয়ে গেছে বল। ৪০ রানে ফেরার বদলে অভিষেকেই ফিফটি তুলে নেয়ার সম্ভাবনা থাকত এই বাঁহাতির।

বাকি সময়ে আর উইকেট পড়তে দেননি জার্মেইন ব্ল্যাকউড ও জশুয়া ডা সিলভা। খেলছেন যথাক্রমে ৩৪ ও ১২ রানে।

এ বিভাগের আরো খবর