চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের তোলা ৪৩০ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন শেষ করেছিল দুই উইকেটে ৭৫ রানে। দুটি উইকেটই পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান।
দ্বিতীয় দিন হতাশ করা স্পিন অ্যাটাক তৃতীয় দিনের শুরুতেই দ্যুতি ছড়ালো। দিনের খেলা শুরু হতেই আঘাত হানলেন তাইজুল ইসলাম। প্রথম বলেই এনক্রুমাহ বোনারকে ফিরিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন এই বাঁহাতি স্পিনার।
দিনের প্রথম বলেই তাইজুলের দারুণ ডেলিভারি খুঁজে নেয় বোনারের ব্যাটের কানা। স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্ত ক্যাচ নিতে কোনো ভুল করেননি। তাতে তৃতীয় দিনের শুরুতেই ধাক্কা খেলো সফরকারীরা।
সেই ওভারে কাইল মায়ার্সের ব্যাটের কানাও খুঁজে পান তাইজুল। কিন্তু উইকেটকিপার লিটন দাসের শরীরে লেগে সেই বলটি চলে যায় স্লিপে থাকা শান্তর পাশ দিয়ে, বেঁচে যান মায়ার্স।
৪৯ রানে অপরাজিত থেকে আগের দিন শেষ করা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েইট ইতিমধ্যে তুলে নিয়েছেন টেস্টে নিজের ২০তম ফিফটি। বাংলাদেশের মাটিতে এটিই তার প্রথম ফিফটি।
দ্বিতীয় দিনে জন ক্যাম্পবেল ও শেন মোসলিকে লেগ বিফোরের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিলেন মুস্তাফিজ।
তার আগে মেহেদি হাসান মিরাজের প্রথম টেস্ট শতক এবং সাকিব আল হাসান ও সাদমান ইসলামের ফিফটিতে ৪৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ।