করোনাভাইরাস সংকট বাস্তবতায় যথাযথ প্রস্তুতির স্বার্থে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন নিউজিল্যান্ড সিরিজটি এক সপ্তাহ পেছানো হয়েছে।
তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে মার্চে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা সাকিব, তামিমদের। সেই সফরের প্রথম ওয়ানডে হওয়ার কথা ছিল ১৩ মার্চ।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেড) জানিয়েছে, নতুন সুচি অনুযায়ী সিরিজের প্রথম ওয়ানডে হবে এক সপ্তাহ পর অর্থাৎ ২০ মার্চ। ১৩, ১৭ ও ২০ মার্চের বদলে ওয়ানডে তিনটি হবে ২০, ২৩ ও ২৬ মার্চে।
এ বিষয়ে এনজেট এক বিবৃতিতে জানায়, ‘যথাযথ প্রস্ততি নেয়ার জন্য বাংলাদেশের সফরটি পূর্ব নির্ধারিত সময়ের এক সপ্তাহ পরে শুরু হবে। ম্যাচগুলো পূর্ব নির্ধারিত ভেন্যুতে ভিন্ন তারিখে অনুষ্ঠিত হবে।’
২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ যাবে ক্রাইস্টচার্চে। ২০১৯ সালের মার্চের পর এই প্রথমবার ক্রাইস্টচার্চে যাবে টাইগাররা। ক্রাইস্টচার্চে সবশেষ খেলতে যাওয়ার সময় স্থানীয় একটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৫১ জন মারা যাওয়ার ঘটনায় সিরিজের শেষ টেস্ট না খেলেই দেশে ফেরে বাংলাদেশ দল।
আসন্ন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ২৬ মার্চ, ওয়েলিংটনে।
ওয়ানডের পর হ্যামিল্টন, নেপিয়ার ও অকল্যান্ডে তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিলে।