পাঁচ উইকেটে ২৪২ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। উইকেটে ছিলেন লিটন দাস ও সাকিব আল হাসান। যতক্ষণে প্রথম সেশন শেষ, ততক্ষণে প্যাভিলিয়নে ফিরে গেছেন দুজনই।
তবে লিটন যেমন দিনের শুরুতে আউট হয়েছেন, সাকিব আউট হয়েছেন ৬৮ রান করে সেশন শেষ হওয়ার মিনিট ত্রিশেক আগে। তবে সাকিবের ফিফটির ছোঁয়াতেও প্রথম সেশনে পুরো আলো কেড়েছেন মেহেদি হাসান মিরাজ। ৪৬ রান নিয়ে অপরাজিত আছেন আট নম্বরে নামা এই অলরাউন্ডার।
সাকিব-মিরাজের ব্যাটে চড়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনে টাইগাররা তুলেছে ৮৬ রান। তাতে মধ্যাহ্নভোজে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে সাত উইকেটে ৩২৮।
দিনের তৃতীয় ওভারেই জোমেল ওয়ারিকানকে কাট করতে গিয়ে বোল্ড হয়ে লিটন ফেরেন ৩৮ রানে। সেখান থেকে সাকিব ও মিরাজ মিলে গড়েন ৬৭ রানের জুটি।
টেস্টে নিজের ২৫তম ফিফটি সাকিব তুলে নেন ১১০ বলে। ফিফটির পরও স্বচ্ছন্দ ছিলেন সাকিব, কিন্তু সেশন শেষ হওয়ার আগে আগে রাখিম কর্নওয়ালের বলে ফিরে যেতে হয় তাকে।
ক্যারিবীয় এই অফ স্পিনারের বলে পয়েন্টে ক্রেইগ ব্র্যাথওয়েইটকে সহজ ক্যাচ দেন ৬৮ রান করা সাকিব।
তবে অপরাজিত থেকেই সেশন শেষ করেছেন মিরাজ। কর্নওয়ালের বলে তার বিপক্ষে লেগ বিফোরের আপিল হয়েছিল প্রথম সেশনের শেষদিকে। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় সফরকারীরা। সেখানে সামান্যের জন্য বেঁচে যান মিরাজ। তাকে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম।