চট্টগ্রামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের প্রথম দিন বাংলাদেশের পক্ষে লংগার ভার্সনে সর্বোচ্চ রানের শীর্ষস্থান নিয়ে লড়াই করেছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জিতলেন মুশফিক।এ ম্যাচের আগে ৭০ টেস্টে মুশফিকের রান ছিল ৪৪১৩। ৬০ টেস্টে তামিমের রান ৪৪০৫।ফলে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক ছিলেন মুশফিক। তামিমের সাথে মুশফিকের রানের ব্যবধান ছিল ৮।বুধবার বাংলাদেশের ইনিংস শুরুর পর মুশফিককে টপকে যান তামিম। ইনিংসে শেষ পর্যন্ত ৯ রানে থামেন তিনি। এতে তামিমের রান দাঁড়ায় ৪৪১৪। তখন মুশফিকের চেয়ে ১ রানে এগিয়ে ছিলেন তামিম।বাংলাদেশ ইনিংসের ৫১তম ওভারে ব্যাট করতে নামের মুশফিক। ৫৪তম ওভারের প্রথম বলে তামিমকে টপকে আবারও শীর্ষস্থান দখলে নেন মুশি।প্রথম দিনই ৩৮ রানে ফিরেছেন তিনি। টেস্টে মুশফিকের রান এখন ৪৪৫১। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ।
শীর্ষস্থানের লড়াই তামিম-মুশফিকের
টেস্টে মুশফিকের রান এখন ৪৪৫১। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ।
-
ট্যাগ:
- তামিম
এ বিভাগের আরো খবর/p>