চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে পাঁচ উইকেট হারিয়ে ২৪২ রান তুলেছে বাংলাদেশ। এ দিন স্বাগতিকদের ত্রাস হয়ে দাঁড়ান ক্যারিবিয়দের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান।
মমিনুল হক, সাদমান ইসলাম ও মুশফিকুর রহিম- তিন সেট ব্যাটসম্যানকে আউট করে টাইগারদের রানের চাকা সচল করতে দেননি ওয়ারিকান।
দ্বিতীয় দিনে এই ক্যারিবিয়ানের লক্ষ্য, বাংলাদেশকে ৩০০ রানের নিচে গুটিয়ে দেয়া।
‘আমার পরিকল্পনা শান্ত থাকা এবং কিছু উইকেট শিকার করা। আশা করছি আমরা বাংলাদেশকে ৩০০ রানের মধ্যে গুটিয়ে দেব এবং একটি দল হিসেবে ব্যাটিং করব’, বলেন এই বাহাতি স্পিনার।
প্রথম দিনে নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট ওয়ারিকান।
তিনি বলেন, ‘ ভালো একটি দিন ছিল। তিনটি গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছি। আশা করছি আগামীকাল বাকি উইকেটগুলো পেয়ে বাংলাদেশকে অল্প রানে গুটিয়ে দেব।’
তিন উইকেটের মধ্যে মুশফিকের উইকেটকে গুরুত্বপূর্ণ মানছেন ওয়ারিকান।
‘আমার মনে হয় মুশফিকের উইকেটটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। নতুন বল নেয়ার আগে আমাদের একটি উইকেট প্রয়োজন ছিল’, বলেন ওয়ারিকান।
বাংলাদেশের হয়ে ক্রিজে আছেন সাকিব আল হাসান ও লিটন দাস। দুজনে অপরাজিত আছেন যথাক্রমে ৩৯ ও ৩৪ রানে।