বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তামিম-শান্তকে হারিয়ে সেশন শেষ করল বাংলাদেশ

  •    
  • ৩ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৩৮

দুই উইকেটে ৬৯ রানে সেশন শেষ করা স্বাগতিকরা আপাতত তাকিয়ে সাদমানের ব্যাটের দিকেই।

৩৪৪ দিন পর ক্রিকেট। তাতে শুরুটাও হলো দারুণ। চোট কাটিয়ে নিজের ফিরে আসার টেস্ট সাদমান ইসলাম শুরু করলেন কিমার রোচকে চার মেরে। সকাল সকাল শুভ সংকেতই পাচ্ছিল বাংলাদেশ।

প্রথম সেশন শেষ হতে হতে অতটা খুশি থাকতে পারল না স্বাগতিক দল। মধ্যাহ্নভোজের বিরতির আগে টাইগারদের হারাতে হয়েছে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তকে। দুই উইকেটে ৬৯ রানে সেশন শেষ করা স্বাগতিকরা আপাতত তাকিয়ে সাদমানের ব্যাটের দিকেই।

টস জিতে ব্যাটিংয়ে নামার পর প্রথম চার ওভারেই তামিম-সাদমান তুলে ফেলেন ২৩ রান। তখনই ঘাতক হয়ে দেখা দেন রোচ। তামিমের ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে বল আঘাত হানে স্টাম্পে। তামিমকে ফিরতে হয় দুই অঙ্ক ছোঁয়ার ঠিক আগে।

সাদমান-শান্তর জুটি বেশ জমে বসে। তাদের ব্যাটে আর কোনো উইকেট না হারিয়েই প্রথম সেশন শেষ করবে বাংলাদেশ, এমন আভাসও পাওয়া যাচ্ছিল। তখনই বাধে বিপত্তি।

দুই রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে রানআউটে কাটা পড়েন শান্ত। ভাঙে ৪৩ রানের জুটি, শান্তকে ফিরতে হয় ২৫ রানে।

শেষ পর্যন্ত প্রথম সেশনে আর কোনো উইকেট পড়তে দেননি সাদমান ও অধিনায়ক মমিনুল হক। সাদমান ৩৩ ও মমিনুল ২ রানে অপরাজিত আছেন।

এ বিভাগের আরো খবর