৩৪৪ দিন পর টেস্ট ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। ২০২০ সালের ফেব্রুয়ারির পর আরেক ফেব্রুয়ারিতে এসে সাদা পোশাকে ফিরল টাইগাররা।
সেই ফেরার শুরুটা মন্দ হলো না। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। টসে জিতে সিদ্ধান্ত নিয়েছেন ব্যাটিংয়ের।
বাংলাদেশ একাদশ সাজিয়েছে স্পিনারদের কেন্দ্র করে। নিজের ফেরার টেস্টে সাকিব আল হাসানের সঙ্গী তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদি হাসান মিরাজ। সঙ্গে একমাত্র পেসার হিসেবে আছেন মুস্তাফিজুর রহমান।
সর্বশেষ টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন। তাদের জায়গায় এসেছেন সাদমান ইসলাম, সাকিব, মুস্তাফিজ ও মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজের একাদশে জায়গা হয়নি পেসার আলজারি জোসেফের। দুই পেসার কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েলের সঙ্গে আছেন দুই স্পিনার রাখিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিকান।
একাদশবাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েইট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমাহ বোনার, শেন মোসলি, কাইল মায়ার্স, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), রাখিম কর্নওয়াল, কেমার রোচ, জোমেল ওয়ারিকান ও শ্যানন গ্যাব্রিয়েল।