হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। শরীরে সফলভাবে দুটি স্টেন্ট বসানোর পর রোববার সকালে হাসপাতাল থেকে তিনি বাড়ি ফেরেন। আপাতত তাকে থাকতে হবে বিশ্রামে।
বুকে ব্যাথা নিয়ে গত সপ্তাহে চলতি মাসে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হন ভারতের কিংবদন্তি অধিনায়ক। প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবি শেঠির উপস্থিতিতে তার শরীরে বসানো হয় স্টেন্ট।
এর আগে ২ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখনও স্টেন্ট বসানো হয়েছিল। দেবী শেঠি দেখে যান তাকে। ৭ জানুয়ারি সেবার ছুটি পান সৌরভ।
ফের বুকে ব্যাথা হওয়ায় তাঁকে কলকাতার অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার ছুটি পেয়ে বেহালার বাড়িতে ফিরে যান সৌরভ। ডাক্তাররা জানান, আপাতত বাড়িতে বিশ্রামে থাকবেন তিনি। শারীরিকভাবে তিনি এখন পুরোপুরি সুস্থ।
ভারতের অন্যতম সফল ক্রিকেট অধিনায়কের অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়ে ক্রিকেট দুনিয়া। সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। তাই রাজনৈতিক নেতাদের মধ্যেও উদ্বেগ প্রকাশের ঘনঘটা ধরা পড়ে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে গিয়ে দেখে আসনে সৌরভকে। দিল্লি থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরাও খবর নেন সৌরভের।