করাচি টেস্টে গতির বোলিংয়ের স্বর্গ পাকিস্তান যেন রূপ নিল স্পিনে ম্যাজিকে। অভিষেক ম্যাচে বাঁ হাতের স্পিনার নোমান আলীর পাঁচ উইকেট ম্যাজিক ও ইয়াসির শাহর চার উইকেটের ধাক্কা সামলাতে বেগ পেতে হয় দক্ষিণ আফ্রিকাকে।
সফরকারীদের অল্প রানে গুটিয়ে দিয়ে সহজ জয়ের দ্বারপ্রান্তে পাকিস্তান।
শুক্রবার ৮৮ রানের টার্গেট পেয়ে ব্যাটিংয়ে নেমে ২২ রানে অপরাজিত পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী (১০) ও ইমরান বাট (১২)।
আর মাত্র ৬৬ রান করলেই প্রথম টেস্টে জয় পাবে পাকিস্তান। দুই টেস্টের সিরিজে লিড নেবে তারা।
টেস্টে প্রথম ম্যাচেই বাম হাতের স্পিন বোলিং জাদুতে আফ্রিকাকে বলতে গেলে একাই ধসিয়ে দেন নোমান। ৩৫ রানে পাঁচটি উইকেট শিকার করেন তিনি। সঙ্গে ইয়াসির শাহও দারুণ স্পিন জুটি উপহার দিয়ে চার উইকেট তুলে নিলে ২৪৫ রানে থামতে হয় দক্ষিণ আফ্রিকাকে।
বৃহস্পতিবার খেলাটা একটু জমিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। চার উইকেটে ১৭৪ রান তোলে সফরকারীরা। কিন্তু তাদের শেষ ইনিংসে ১০ রানের মাথায় ইয়াসির ও নোমানের তিন উইকেট বলতে গেলে ম্যাচের মোড়ই পরিবর্তন করে দেয়।
এর আগে পাকিস্তান ৩৭৮ রানের গুরুত্বপূর্ণ লিড ছুড়ে দেয় আফ্রিকাকে। সেখানে সফরকারীরা তুলতে পেরেছিল মাত্র ২২০ রান।
দক্ষিণ আফ্রিকাকে থামিয়ে দিতে স্পিনার ইয়াসির শাহ নিয়েছেন গুরুত্বপূর্ণ চার উইকেট
ব্যাকফুটে থাকা আফ্রিকাকে ফিরতে হলে পাকিস্তানকে অলআউট করতে হবে ৬৬ রানের মধ্যে। তা প্রায় অসম্ভব মনে হচ্ছে।
১৪ বছরে এটাই দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট সিরিজ পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টটি শুরু হবে ৪ ফেব্রুয়ারি।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে সবশেষ সাত টেস্টের মাত্র একটিতে জেতে পাকিস্তান। দুটিতে হারে ও চারটিতে ড্র করে আয়োজকরা।
জয় সমান সমান করার সুবর্ণ সুযোগের সামনে পাকিস্তান।