বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টেস্টে রাবাডার ২০০

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ জানুয়ারি, ২০২১ ২০:২৭

টেস্টে ২০০ উইকেট শিকার করতে রাবাডাকে করতে হয়েছে ৮,১৫৪টি ডেলিভারি। ২০১৫ সালে অভিষেকের পর ৪৪টি টেস্ট খেলেছেন তিনি।

করাচি টেস্টের তৃতীয় দিন হাসান আলিকে আউট করে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছান কাগিসো রাবাডা। বলের হিসেবে এই মাইলফলকে তৃতীয় দ্রুততম এই সাউথ আফ্রিকান ফাস্ট বোলার।টেস্টে ২০০ উইকেট শিকার করতে রাবাডাকে করতে হয়েছে ৮,১৫৪টি ডেলিভারি। ২০১৫ সালে অভিষেকের পর ৪৪টি টেস্ট খেলেছেন তিনি।সবচেয়ে কম ডেলিভারিতে ২০০ উইকেট শিকারের তালিকার সবার উপরের নামটি ওয়াকার ইউনিসের। পাকিস্তানি কিংবদন্তি ফাস্ট বোলারকে ৭,৭৩০ বল করতে হয়েছিল ২০০ টেস্ট উইকেট ঝোলায় পুরতে।ইউনিসের পরের নামটি রাবাডার স্বদেশি ডেল স্টেইনের। ফাস্ট বোলিংয়ের এই আধুনিক গ্রেট ২০০ উইকেট নেন ৭,৮৪৮ ডেলিভারিতে।কম টেস্ট ম্যাচে ২০০ উইকেট পাওয়ার তালিকায় নিজ দেশে রাবাডা আছেন তিন নম্বরে। এখানেও শীর্ষ স্টেইন। ৩৯ টেস্টে ২০০ উইকেট ক্লাবে যোগ দেন তিনি।সাউথ আফ্রিকান ক্রিকেটের প্রথম সুপারস্টার অ্যালান ডনাল্ড আছে তারপর। কিংবদন্তি ফাস্ট বোলারের ২০০ উইকেট শিকারে খেলতে হয় ৪২ টেস্ট।সব মিলিয়ে কম টেস্টে ২০০ উইকেট শিকারের রেকর্ড পাকিস্তানের ইয়াসির শাহর দখলে। ৩৩ টেস্ট লাগে এই পাকিস্তানি লেগস্পিনারের।

এ বিভাগের আরো খবর