দেশের মাটিতে ফাওয়াদ আলমের প্রথম সেঞ্চুরিতে সাউথ আফ্রিকার বিপক্ষে লিড নিয়েছে পাকিস্তান। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে দ্বিতীয় দিন স্বাগতিক দলের লিড দাঁড়িয়েছে ৮৮ রানের। দিন শেষে তাদের সংগ্রহ আট উইকেটে ৩০৮ রান। নিজেদের প্রথম ইনিংসে ২২০ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা।দ্বিতীয় দিন সকালে চার উইকেটে ৩৩ রান নিয়ে খেলা শুরু করে পাকিস্তান। অভিজ্ঞ আজহার আলীকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করে ফাওয়াদ।পঞ্চম উইকেটে ৯৪ রান যোগ করেন দুই ব্যাটসম্যান। ক্যারিয়ারের ৩৩তম ফিফটি তুলে নিয়ে আউট হন আজহার। ৫১ রানে তাকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন কেশাভ মহারাজ।সঙ্গীকে হারিয়ে মোহাম্মদ রিজওয়ান ও ফাহিম আশরাফকে নিয়ে লড়াই করেন ফাওয়াদ। রিজয়ানের সঙ্গে গড়েন ৫৫ রানের জুটি। লুঙ্গি এনগিডির বলে বিদায় নেন ৩৩ রান করা রিজওয়ান।আশরাফ ও ফাওয়াদের জুটিতে লিড পায় পাকিস্তান। সপ্তম উইকেটে ১০২ রান যোগ করেন এই দুইজন।ফাওয়াদ দেখান পান তৃতীয় সেঞ্চুরির। ২০০৯ সালে কলম্বোতে অভিষেকের পর এটাই তার দেশের মাটিতে করা প্রথম শতরানের ইনিংস।অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি করেন ফাওয়াদ। ওই বছর ২৪ নভেম্বর টেস্ট খেলার প্রায় ১১ বছর পর ২০২০ সালের ১৩ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে দলে আবার ডাক পান তিনি।দ্বিতীয় সেঞ্চুরি আসে ২০২০ সালের বক্সিং ডে টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে।তৃতীয় সেঞ্চুরিটিতে অবশ্য বড় করতে পারেননি এই বাঁহাতি। ১০৯ রান করার পর আউট হন এনগিডির বলে। দলীয় স্কোর তখন ২৭৮/৭।স্বাগতিকদের সংগ্রহ তিনশ পার করান আশরাফ। তিনি পূর্ণ করেন তার তৃতীয় টেস্ট ফিফটি। আশরাফ আউট হন ৬৪ রান করে।
ফাওয়াদের সেঞ্চুরিতে বিপর্যয় কাটিয়ে লিড পাকিস্তানের
প্রাথমিক বিপর্যয় কাটিয়ে দ্বিতীয় দিন স্বাগতিক দলের লিড দাঁড়িয়েছে ৮৮ রানের।
-
ট্যাগ:
- পাকিস্তান
এ বিভাগের আরো খবর/p>