ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজে খারাপ ফর্মের খেসারত দিতে হল ম্যাথিউ ওয়েডকে। সাউথ আফ্রিকা সফরের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়েছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। বুধবার সকালে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।একই সঙ্গে টেস্ট ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেন অজি নির্বাচকরা। কাছাকাছি সময়ে দুটি দল দুই ফরম্যাটে ভিন্ন দুটি দেশে খেলবে।ভারতের বিপক্ষে চার টেস্টের আট ইনিংসে মাত্র ১৭৩ রান করেন ওয়েড। যার কারণে টেস্ট দলে জায়গা হারাতে হল ৩৬ টেস্ট খেলা এই ব্যাটসম্যানকে।তবে, সাউথ আফ্রিকা না গেলেও দলের সঙ্গে নিউজিল্যান্ড যাচ্ছেন ওয়েড। টি-টোয়েন্টি স্কোয়াডে তাকে সহ-অধিনায়ক করা হয়েছে।সিনিয়র খেলোয়াড় হিসেবে দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি ওয়েড এমনটা উল্লেখ করে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হনস বলেন, ‘আমাদের দৃষ্টিতে বেশ কয়েকটি টেস্ট ম্যাচে ম্যাথিউ যথেষ্ট করেনি। সে পাঁচ নম্বরে ব্যাট করে সেটা ঠিক। কিন্তু টপ-অর্ডারে ব্যাট করতে সে সম্মতি দিয়েছিল। সেখানে সে যথেষ্ট করেনি।’ভারতের বিপক্ষে সিরিজ খোয়ানোর পাশাপাশি অখেলোয়াড়োচিত আচরণের জন্য সমালোচিত হন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন। তারপরও তার নেতৃত্বের ওপরই ভরসা রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া।‘টিমের নেতৃত্ব নিয়ে আমাদের কোনো প্রশ্ন ছিল না। সিলেকশন মিটিং সেটা নিয়ে এক মিনিটও খরচ করিনি। বেশ কিছু কঠিন মুহূর্তে সে দারুণ একজন দারুণ নেতা ছিল। তাকে নিয়ে যে ধরনের সমালোচনা হয়েছে আমাদের দৃষ্টিতে সেগুলোর অধিকাংশই বেশ স্থূল। বেশ কিছু ছিল অন্য দেশের লোকদের খারাপ রুচির পরিচায়ক,’ বলেন হনস।অস্ট্রেলিয়ার টেস্ট দল: টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন (সহ-অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হেইজলউড, ট্র্যাভিস হেড, মোয়েজেস এনরিকেস, মারনাস ল্যাবুশেইন, নেইথান লায়ন, মাইকেল নেসের, জেইমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্ক স্টেকিটি, মিচেল সোয়েপসন এবং ডেভিড ওয়ার্নার।অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ম্যাথিউ ওয়েড (সহ-অধিনায়ক), অ্যাস্টন এইগার, জেসন বেরেনডর্ফ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপে, জাই রিচার্ডসন, কেইন রিচার্ডসন, ড্যানিয়েল স্যামস, তানভির সাংঘা, ডার্সি শর্ট, মারকাস স্টয়নিস, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই ও অ্যাডাম জ্যাম্পা।
অস্ট্রেলিয়া দল থেকে বাদ ওয়েড, পেইনই অধিনায়ক
সাউথ আফ্রিকা সফরের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়েছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। বুধবার সকালে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
-
ট্যাগ:
- অস্ট্রেলিয়া-ভারত
এ বিভাগের আরো খবর/p>