বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত রোচ

  •    
  • ২৬ জানুয়ারি, ২০২১ ২০:৫৯

বাংলাদেশের বিপক্ষে রোচের রেকর্ড ঈর্ষণীয়। আট টেস্ট খেলে টাইগারদের বিপক্ষে ৩৩ উইকেট এই ক্যারিবিয়ান পেসারের। তবে বাংলাদেশের মাটিতে তিন টেস্টে মাত্র চার উইকেট নিতে পেরেছেন এই পেসার।

ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে বেশ বাজেভাবেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। কোনো ম্যাচে তারা গড়তে পারেনি প্রতিরোধ। বড় ব্যবধানে হেরেছে তিনটিতেই।

এবার পালা টেস্ট সিরিজের। ক্যারিবিয়দের বোলিং অ্যাটাকের সেখানে নেতা কিমার রোচ।

বাংলাদেশের বিপক্ষে রোচের রেকর্ড ঈর্ষণীয়। আট টেস্ট খেলে টাইগারদের বিপক্ষে ৩৩ উইকেট এই ক্যারিবিয়ান পেসারের। তবে বাংলাদেশের মাটিতে তিন টেস্টে মাত্র চার উইকেট নিতে পেরেছেন এই পেসার।

বাংলাদেশের পিচ সাধারণত সাহায্য করে স্পিনারদের। আগের অভিজ্ঞতা থেকে রোচ জানেন, পেসার হিসেবে লড়াইটা তাই কঠিন হবে তার জন্য। তবে মঙ্গলবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে রোচ জানালেন, সেই কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত তিনি।

‘বাংলাদেশের পিচ সাধারণত পেসারদের সাহায্য করে কিন্তু আমি মনে করি এখানে পেসারদের কিছু করার জন্য যথেষ্ট কিছু আছে। এটা পুরোটা নির্ভর করছে আপনার পরিকল্পনা এবং সেটির প্রয়োগের ওপর, নিয়ন্ত্রণের ওপর। আমি জানি এটা কঠিন হবে। আমাদের অনেক বোলিং করতে হবে পুরস্কার পেতে। কিন্তু পরিশ্রম করলে আমরা পুরস্কার পাবো। লড়াইটা কঠিন হবে কিন্তু আমি প্রস্তুত’, বলেন রোচ।

করোনার ভয় এবং ব্যক্তিগত কারণে ১২ ক্রিকেটার না আসায় অনভিজ্ঞ দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে রোচের মতে, সিরিজ জেতার সক্ষমতা তাদের আছে।

‘আমাদের দলটি অনভিজ্ঞ কিন্তু আমার মনে হয় আমাদের সিরিজ জেতার সক্ষমতা আছে। বিষয়টি হলো নিজেদের ওপর বিশ্বাস রাখার এবং নিজেদের কাজ করার। আমি টেস্ট সিরিজের জন্য মুখিয়ে আছি এবং আমি নিশ্চিত আমরা কিছু একটা করে দেখাতে পারবো’, বলেন এই অভিজ্ঞ পেসার।

ওয়ানডেতে একবারও ২০০ রান করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল। সেই বাস্তবতা মেনে নিয়েছেন বলেই হয়ত রোচ মনে করছেন টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের সাফল্যের চাবিকাঠি বোলারদের হাতেই। তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের বোলারদেরকেই যা করার করতে হবে। উইকেট স্পিনারদের সাহায্য করবে কিন্তু পেসারদেরও সাহায্য করতে হবে। আমি নিশ্চিত আমি, শ্যানন (গ্যাব্রিয়েল) এবং আলজারি (জোসেফ) মুখিয়ে আছি চ্যালেঞ্জটির জন্য। আমরা সব সময়ই পারফর্ম করার চাপে থাকি তাই এটি নতুন কিছু নয়। এখন শুধু নিজেদের ওপর বিশ্বাস রেখে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমি সত্যিই মুখিয়ে আছি।’

৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১১ ফেব্রুয়ারি।

এ বিভাগের আরো খবর