বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজে একদমই সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচেই বড় ব্যবধানে হেরে সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে।
৫০ ওভারের পর এবার পাঁচ দিনের ক্রিকেটের পালা। ৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট।
সফরকারীদের ওয়ানডে দলে না থাকলেও, টেস্ট দলের অংশ হয়ে এসেছেন অফ স্পিনার রাখিম কর্নওয়াল। ওয়ানডে সিরিজে সাইডলাইনে বসেই দেখেছেন সতীর্থদের করুণ পরাজয়। টেস্ট সিরিজে তাই সবার আগে কর্নওয়ালের চাওয়া একটি জয়।
‘সবার আগে একটি জয় পেতে হবে আমাদের। আমরা যদি সিরিজ জিততে পারি তাহলে সেটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য ভালো হবে। আমি আশা করছি যে আমরা দেশের মাটিতে আমাদের ভক্তদের ভালো ক্রিকেট উপহার দেবো’, বলেন কর্নওয়াল।
টেস্ট সিরিজকে সামনে রেখে তাদের প্রস্তুতি ভালো হচ্ছে বলে মনে করছেন কর্নওয়াল। তিনি বলেন, ‘আমার মনে হয় প্রস্তুতি ভালোই হচ্ছে। আমাদের কিছু প্র্যাকটিস সেশন হয়েছে যেখানে কোচরা আমাদের সঙ্গে কাজ করেছেন। আমাদের মনোযোগী থাকতে হবে এবং সময়মত আমাদের কাজ করতে হবে।’
ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজ হলেও, করোনা বাস্তবতায় দুই দল একই সাথে বাংলাদেশে পৌঁছেছিল জানুয়ারির দশ তারিখে। কর্নওয়ালের মতে, বাংলাদেশে বেশি সময় থাকায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা সহজ হচ্ছে তাদের জন্য।
‘এটি (বেশি সময় বাংলাদেশে থাকা) সাহায্য করছে। এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হয়। এই কন্ডিশনে ক্রিকেট খেলাটা কঠিন। কন্ডিশন বোঝার জন্য যত বেশি সময় পাওয়া যায় তত ভালো’, বলেন এই অফ স্পিনার।
চট্টগ্রামে প্রথম টেস্টের পর দুই দল ফিরবে ঢাকায়। ১১ ফেব্রুয়ারি মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।