বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বোলারদের দিনে এগিয়ে সাউথ আফ্রিকা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ জানুয়ারি, ২০২১ ১৮:৪৯

দিন শেষে সফরকারী দলের লিড ১৮৭ রানের। চার উইকেটে ৩৩ রানে প্রথম দিনের খেলা শেষ করে পাকিস্তান।

করাচি টেস্টের প্রথম দিন রাজত্ব করেছেন বোলাররা। ১৪ উইকেট পতনের দিন পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন স্পিনাররা। স্বাগতিক বোলারদের নৈপুণ্যে প্রথম দিন ২২০ রানে অলআউট হয় সাউথ আফ্রিকা।এরপর প্রোটিয়া বোলাররা আঘাত করেন পাকিস্তান ব্যাটিং লাইন আপকে। দিন শেষে সফরকারী দলের লিড ১৮৭ রানের। চার উইকেটে ৩৩ রানে প্রথম দিনের খেলা শেষ করে স্বাগতিক দল।দিনের শেষ সেশনে পাকিস্তানের চার উইকেট তুলে নেন সাউথ আফ্রিকার বোলাররা। বল হাতে করাচি পিচের ফায়দা নেন কাগিসো রাবাডা। অভিষিক্ত ইমরান বাটকে ৯ ও আবিদ আলিকে ৪ রানে ফেরান এই ফাস্ট বোলার।অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ আজহার আলির চেষ্টা ছিল শেষ সেশনে আর উইকেট না হারানো। দুই জনই রক্ষণাত্মক ব্যাট করা শুরু করেন।৩০ বলে ৭ রান করে কেশভ মহারাজের বলে এলবিডাব্লিউ হন আজম। নাইট ওয়াচম্যান শাহিন আফ্রিদিকে শূন্য রানে বোল্ড করেন আনরিখ নরটিয়া।৪০ বল খেলে দিন শেষ ৫ রানে অপরাজিত আছে আজহার। তার সঙ্গী ফাওয়াদ আলম অপরাজিত ৫ রানে।সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি। করাচির বোলিং সহায়ক উইকেটে অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেনি সাউথ আফ্রিকান টপ অর্ডার। প্রথম ঘণ্টাতেই দুই উইকেট হারায় তারা।পঞ্চম ওভারের শেষ বলে শাহিন আফ্রিদির বলে আউট হন ১৩ রান করা ওপেনার এইডেন মারক্রাম। আরেক ওপেনার ডিন এলগার দলকে সামাল দেয়ার চেষ্টা করেন।খুব বেশি সফল হয়নি তার প্রচেষ্টা। ১০ ওভার ক্রিজে কাটানোর পর ১৭ রান করে রান আউট হন রাসি ভন ডার ডুসেন।বেশিক্ষণ টেকেননি ডু প্লেসিও। ২৩ রান করা প্রতিপক্ষ অধিনায়ককে শিকার করেন ইয়াসির শাহ। এলগার ছাড়া আর কারও কাছেই জবাব ছিল না পাকিস্তানের বোলিং আক্রমণের।এলগার এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন। ক্যারিয়ারের ১৬তম ফিফটি পূর্ণ করতে ৮৩ বল খেলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।নিজের ইনিংস বড় করতে পারেননি এলগার। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করে অভিষিক্ত নুমান আলির বলে আউট হন তিনি।এলগারের বিদায়ের পর জর্জ লিন্ডে ও রাবাডার ব্যাটে দলীয় সংগ্রহ দুইশ ছাড়ায় সাউথ আফ্রিকা। লিন্ডের ব্যাট থেকে আসে ৩৫। আর রাবাডা অপরাজিত থাকেন ২১ রানে।পাকিস্তানের হয়ে ইয়াসির ৫৪ রানে ৩টি ও নুমান ৩৮ রানে দুই উইকেট নেন। শাহিন আফ্রিদিও নেন দুই উইকেট।

এ বিভাগের আরো খবর